বাড়ির এই তিনটি জিনিসে কেটে যাবে আপনার আর্থিক সমস্যা
আর্থিক সমস্যা সমাধানের উপায়
কবি নির্মলেন্দু গুণ বলেছেন, “ভালোবাসা, অর্থ ও পুরস্কার আদায় করে নিতে হয়।” সত্যিই তো তাই! নিজ থেকে আদায় না করে নিলে, এই তিনটে জিনিস কখনোই আগ বাড়িয়ে আসেনা। তবে এর জন্য ভাগ্যেরও সহায়তা প্রয়োজন। যখনই আপনি কোন আর্থিক সমস্যায় পড়বেন, তখন আপনাকে চেষ্টা করে যেতে হবে অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারের জন্য। সেই সাথে বাড়ির বাস্তু দোষ কাটানোর জন্য করতে সামান্য কিছু কাজ। তাহলেই দেখবেন সব কিছু ঠিক হয়ে গেছে।
আমাদের রসুই ঘরেই রয়েছে এমন তিনটি উপাদান, যা দিয়ে খুব সহজে আপনি বাস্তু দোষ কাটাতে পারেন। তিনটি জিনিস হল নুন, লবঙ্গ ও মধু। চলুন তবে জেনে নিই আর্থিক সমস্যা সমাধানের উপায় ।
আরো পড়ুনঃ জেনে নিন ঘুম থেকে উঠে প্রথমে কোন পা মাটিতে ফেললে আপনার জীবন সুখ-শান্তিতে ভরে উঠবে
নুনঃ একটি কাচের পাত্রে অল্প পরিমানে নুন নিতে হবে। তারপর ঘরে বা বাথরুমের কোণে সেই পাত্রটি রেখে দিতে হবে। এর ফলে বাস্তু দোষ কেটে গিয়ে নানাবিধ সমস্যার সমাধান হয় এবং আর্থিক সমৃদ্ধি পুণরায় ফিরে আসে।
লবঙ্গঃ নুনের সাথে লবঙ্গ মিশিয়ে একটি কাচের পাত্রে রাখলেও দ্রুত ফল পাওয়া যায়।
মধুঃ মধুর যেমন রয়েছে ঔষধি গুণ, তেমনই রয়েছে বাস্তু দোষ কাটানোর ক্ষমতাও। ঘরে মধু থাকলে সমস্যা দূরে পালায়। কাজেই ছোট্ট এক শিশি মধু ঘরে রাখতে একদম ভুলবেন না। দেখবেন আর্থিক সমস্যা দূর হয়ে গেছে।
আরো পড়ুনঃ চাকরি হাতছাড়া হয়ে যাওয়ার টেনশন? কয়েকটি সহজ উপায়ের মাধ্যমে বদলে নিন চাকরি জীবন