1427 Bengali CalendarBengali Calendar

অন্নপ্রাশন তারিখ ১৪২৭

অন্নপ্রাশন তারিখ ১৪২৭

অন্নপ্রাশন হিন্দু ধর্মের দশবিধ সংস্কারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আচার। অন্নপ্রাশন শব্দের অর্থ অন্নের প্রাশন বা ভোজন। সন্তান জন্ম নেয়ার কয়েক মাস পর প্রথম মুখে ভাত দেয়ার সময় এই উৎসবের আয়োজন করা হয়।

ছেলে সন্তানের ক্ষেত্রে ষষ্ঠ বা অষ্টম মাসে এবং মেয়ে সন্তানের ক্ষেত্রে পঞ্চম বা সপ্তম মাসে অন্নপ্রাশন পালন করতে হয়। অন্নপ্রাশন উপলক্ষে নিকট আত্মীয়-স্বজনকে নিমন্ত্রণ করা হয়। তবে সন্তানের মামার উপস্থিতি একান্ত বাঞ্চনীয়। সনাতন ধর্মের এই আচার অনেক প্রাচীন হলেও আজও তা প্রাসঙ্গিক।

সনাতন পন্ডিতের আজকের আয়োজন থেকে জেনে নেব অন্নপ্রাশন তারিখ ১৪২৭

মাসতারিখ
বৈশাখ১৩, ১৪
জ্যৈষ্ঠ১০, ১১, ১৩, ১৮
আষাঢ়১৮
শ্রাবণ১৩
ভাদ্র৪, ৬, ১৪
আশ্বিন
কার্তিক১, ২, ৪, ৮, ৯, ১২
অগ্রহায়ণনেই
পৌষ১, ৮, ১১
মাঘ১, ৪
ফাল্গুন৯, ১২
চৈত্র

আরো দেখুন
শুভ বিবাহ ১৪২৭
সাধভক্ষণ তারিখ ১৪২৭
গৃহ প্রবেশ তারিখ ১৪২৭
নববধু প্রবেশ তারিখ ১৪২৭
ভূমি ক্রয়-বিক্রয়ের তারিখ ১৪২৭
১৪২৭ সালের সূর্যগ্রহণের পূর্ণাঙ্গ সময়সূচী

Related Articles

Leave a comment

Back to top button
error: Content is protected !!