অপ্সরা তিলোত্তমার রূপে-গুণে পাগল হয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন যে দুই দেবতা!
হিন্দু পুরাণের এক অবিচ্ছেদ্য অংশ অপ্সরা। ভারতীয় পুরাণে অপ্সরাদের থেকে দুষ্টু মেয়েদের ‘ভাল‘ উদাহরণ সারা বিশ্ব ঘুরেও আনা যাবে না। পুরাণের কোথাও পাওয়া যায় কশ্যপ মুনির ঔরসে জাত হন অপ্সরাগণ। আবার কোথাও জানা যায়‚ সমুদ্রমন্থনে উত্থিত হন এই সুন্দরীরা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় দেবরাজ ইন্দ্র অপ্সরাদের পাঠাচ্ছেন নির্দিষ্ট কোনও ঋষি বা রাজার তপস্যাভঙ্গ করতে। যাতে ইন্দ্রের আধিপত্যের উপর আর কেউ বিরাজ না করতে পারেন।
আরো পড়ুনঃ পরশুরাম কেন আপন মাকে হত্যা করেছিলেন?
অপ্সরাদের পুরুষ ভার্সন হলেন গন্ধর্বরা | ইন্দ্রের রাজসভায় অপ্সরাগণ নৃত্য পরিবেশন করতেন | আর গন্ধর্বকুমার শোনাতেন সুমধুর সঙ্গীত | মহাভারতে প্রায় ৫০ জন অপ্সরার কথা আছে। তাঁদের মধ্যে বিখ্যাত হলেন রম্ভা‚ ঊর্বশী‚ মেনকা এবং তিলোত্তমা | সনাতন পন্ডিতের আজকের ভিডিওতে আমরা জানবো, অপ্সরা তিলোত্তমার অজানা কাহিনী।
আরো পড়ুনঃ ভারতের একমাত্র রহস্যময় জাদু মন্দির, যেখানে ভূতের দেখা পাওয়া যায়!