আচার ও সংস্কারবাস্তু টিপস
শনিদেবের আশীর্বাদ পেতে ভাদ্র মাসে করুন এই কাজগুলো! শনির দশা থেকে মুক্তির উপায়!
যে মানুষই জীবনে সোজা সহজ সরল পথে চলেন বা অত্যন্ত পরিশ্রমী হন, তার ওপরই শনিদেব কৃপা করে থাকেন। কিন্তু যদি জ্ঞানে বা অজ্ঞানে কোনও ভুল করা হয়, তা হলে শনির কুদৃষ্টিতে পড়তেই হয়। এই কারণেই শনিদেবের নামে সকলে ভয় পায়। যদি শনিদেবের ক্ষমা পেতে হয়, তবে ভাদ্র মাসে প্রত্যেকটা শনিবার কিছু বিষয় অবশ্যই মেনে চলতে হবে। ভাদ্র ছড়াও প্রতি মাসের শনিবারেও এগুলো পালন করা যেতে পারে।
- ভাদ্রমাসের প্রত্যেক শনিবার উপবাস থেকে শনিদেবের পুজো করতে হবে। যদি সম্ভব না হয় প্রথম এবং শেষ শনিবারও করা যেতে পারে।
- শনি মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালাতে হবে।
- যে কোনও দরিদ্র বা ধার্মিক মানুষকে শনিবার কিছু দান করুন।
- শনিবার কালো বস্ত্র বা কম্বল দান করুন।
- কাল তিল কাপড়ে মুড়ে সন্ধ্যাবেলা শনি মন্দিরের সামনে পুড়িয়ে ফেলুন।
- নিজের হাতে তৈরি দই-ভাত দুঃস্থদের মধ্যে দান করুন।
- শনিবারে যেটুকু সম্ভব অর্থও দান করতে পারেন।
- শনিবার একটি রুটির মধ্যে অল্প সরষের তেল মাখিয়ে কাককে খাওয়ান।
- শনিবার অবশ্যই নিরামিষ এবং কম তেল মশলা যুক্ত খাবার খান।
- লোহার কোনও জিনিস শনিবার কিনবেন না বা কাউকে দেবেন না।
- শনিবার দিন শনি মন্দিরে নীল অপরাজিতা ফুল দান করুন।
- শনিবার দিন সকালে স্নান সেরে শনিদেবের নাম করে অশ্বত্থ গাছের গোঁড়ায় জল ঢালুন এবং সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালুন।
- শনিবার দিন একটি তামার পাত্রে জল ও কাল তিল মিশিয়ে শিবের মাথায় ঢালুন।