তীর্থস্থানমন্দির

রুদ্রপ্রয়াগের এই মন্দিরেই বিয়ে হয়েছিল শিব-পার্বতীর! আপনি জানেন তো?

রুদ্রপ্রয়াগের এই মন্দিরে শিব-পার্বতীর বিয়ে হয়েছিল!

হিন্দু ধর্মানুসারীদের একটি পবিত্র তীর্থ রুদ্রপ্রয়াগ। উত্তরাখন্ডের অসংখ্য পবিত্র তীর্থের মধ্যে এটি একটি। এই রুদ্রপ্রয়াগের একতি আকর্ষণীয় মন্দির হলো ত্রিয়ুগিনারায়ণ মন্দির।

প্রাচীন এই মন্দিরটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গীকৃত। প্রচলিত বিশ্বাসমতে, এই মন্দিরেই বিয়ে করেছিলেন ভগবান শিব ও পার্বতী। আর সেই বিয়ের সাক্ষী ছিলেন স্বয়ং বিষ্ণু। এই মন্দিরের উল্লেখযোগ্য আকর্ষণ হলো এর অখন্ড ধুনি। বিশ্বাস করা হয় এই যজ্ঞের আগুন পরিক্রমা করে সাত পাকে বাঁধা পরেছিলেন ভগবান শিব ও পার্বতী। সেই আগুন আজও সেখানে জ্বলছে বলে বিশ্বাস করা হয়।

আরো পড়ুনঃ বিদ্যার দেবী সরস্বতীর বাহন হংস কেন?

পূণ্যার্থীদের বিশ্বাস, এই মন্দিরে পুজো দিলে সন্তান লাভের মনোবাসনা পূর্ণ হয়। তাই নিঃসন্তান দম্পতি সন্তান লাভের আশায় এই মন্দিরে পুজো দেন। প্রতি বছর সেপ্টেম্বর মাসে বাওয়ান দ্বাদশীর দিন এই মন্দির প্রাঙ্গণে মেলা বসে। কেদারনাথ যাত্রার আগে এই মন্দির দর্শন করলে মহাদেব শিব ভক্তের প্রতি প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয়।

আরো পড়ুনঃ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ায় দেবী সরস্বতীর সুদৃশ্য মন্দির!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!