2020 Hindu Festivals Dateআচার ও সংস্কার

আগামীকাল ফাল্গুনী অমাবস্যা, এই অমাবস্যায় যে কাজগুলো করলে আপনি সকল সমস্যা থেকে মুক্তি পাবেন

ফাল্গুনী অমাবস্যা হিন্দু ধর্মানুসারীদের নিকট অত্যন্ত পবিত্র। ফাল্গুন মাসের অমাবস্যাকে মহা অমাবস্যা বলা হয়। এই তিথি পালন করলে জীবনের অশেষ শুভ ফল লাভ হয়। 

২০২০ সালের ফাল্গুনী অমাবস্যা পালিত হবে আগামী ১০ ফাল্গুন অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি ২০২০, রবিবার। ফাল্গুন অমাবস্যা তিথি শুরু হবে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭.৩২ মিনিটে, আর তিথি ছাড়বে পরদিন অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি রাত্রি ৯.৩১ মিনিটে।

আরো পড়ুনঃ জেনে নিন ২০২০ সালের সকল পূর্ণিমার সঠিক তিথি ও সময়সূচী

চলুন দেখে নিই ফাল্গুনী অমাবস্যায় কি করলে আপনার জীবন সুখ-শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে।

অমাবস্যা 2020
জয় মা তারা

১. ফাল্গুনী অমাবস্যায় মা তারার আরাধনা করলে জীবনে অনেক সুখ, শান্তি ও সমৃদ্ধির দেখা মেলে। মা আনন্দময়ী! মায়ের আশীর্বাদ সন্তানের জন্য সবসময় বিরাজিত। তাই এই অমাবস্যায় মা তারার পূজা করুন।

২. দান সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই অমাবস্যাতে আপনার সাধ্যমত দরিদ্রদের দান করুন।

৩. এই অমাবস্যাতে মদ্যপান, ধুমপানসহ সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা নিষিদ্ধ। এদিন নেশা জাতীয় দ্রব্য গ্রহণে আপনার চারপাশে নেগেটিভ শক্তির সৃষ্টি হবে, যা আপনার উন্নতির পথে বাঁধা সৃষ্টি করবে।

আরো পড়ুনঃ জেনে নিন ২০২০ সালের দোল পূর্ণিমা বা হোলির নির্ভুল ও পূর্ণাঙ্গ সময়সূচী!

৪. এই অমাবস্যার দিন সকালে স্নান শেষে ইষ্টদেবতাকে উৎসর্গ করে ৭টি আটার গুলি তৈরী করুন। তারপর আটার গুলিগুলো নদী বা পুকুরের মাছকে খেতে দিন। এতে করে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হবে।

৫. এদিন রাতে ৫টি লাল ফুল ও ৫টি জ্বলন্ত প্রদীপকে নদীর জলে ভাসিয়ে দিন। এর ফলে আপনার ধন লাভের সম্ভাবনা বেড়ে যাবে।

উপরোক্ত টোটকাগুলো অনুসরণ করলে আপনার জীবনের অনেক সমস্যারই সহজ সমাধান হয়ে যাবে। তাই টোটকাগুলো একবার ব্যবহার করেই দেখুন।

আরো পড়ুনঃ 2020 হিন্দু ক্যালেন্ডার: তারিখ ও উৎসব

এই সংবাদটি ভালো লাগলে আপনার পরিচিতজনদের সাথে শেয়ার করুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!