Videosগীতাবাণী

ভগবত গীতার ৫টি সহজ উপদেশ! যেগুলো মেনে চললে জীবনে উন্নতি অনিবার্য!

ভগবত গীতা হিন্দু ধর্মের এক অমূল্য সম্পদ। গীতার বাণী গুলো মেনে চললে আপনার জীবনে আমূল পরিবর্তন আসতে বাধ্য। কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুনকে উদ্দেশ্য করে ভগবান শ্রীকৃষ্ণ যে অমীয় বাণী প্রদান করেছিলেন তাই শ্রীমদভগবদগীতা।

আরো পড়ুনঃ সিঙ্গাপুরে হিন্দু ধর্মের এতো শক্তিশালী অবস্থানের প্রকৃত কারণ কী!

‘ভাগবৎ গীতা’য় অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ যে উপদেশগুলি দিয়েছিলেন সেগুলি নিছক ধর্মোপদেশ ছিল না। বরং সেগুলির মধ্যে ছিল জীবনের পথে এগিয়ে চলার যথাযথ নির্দেশিকা। আজকের ভিডিওতে রইলো গীতায় উল্লিখিত এমন ৫টি উপদেশ যেগুলি আধুনিক জীবনেও উন্নতির পথনির্দেশ করতে পারে। উপদেশগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

আরো পড়ুনঃ নেপালের হাজার বছরের পুরনো পশুপতিনাথ মন্দিরের অজানা ও অলৌকিক কাহিনী!

Related Articles

Leave a comment

Back to top button
error: Content is protected !!