মেষ রাশির জাতক-জাতিকাদের ২০২০ সাল কেমন কাটবে?
মেষ রাশির জাতক-জাতিকাদের ২০২০ সাল কেমন কাটবে?
প্রকৃতির স্বাভাবিক নিয়মে একটি বছর কেটে গিয়ে আসতে চলেছে নতুন আরেকটি বছর। ভালো-মন্দের মিশেলে নিশ্চয় কেটে গেছে পুরনো বছর। পুরনো বছরের সকল অপ্রাপ্তি-দুঃখ-দুর্দশাকে পিছনে ফেলে সবাই চায় নতুন বছর জীবনে সমৃদ্ধি নিয়ে আসুক। নতুন বছরে সবার ভাগ্য যে একই রকম থাকবে, তা কিন্তু নয়। একেক রাশির ভাগ্য একেক রকম হয়ে থাকে। রাশির উপর ভিত্তি করে ২০২০ সালে কোন রাশির ভাগ্য কেমন যাবে জানতে, সনাতন পন্ডিতের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আজ আমরা জানবো, ২০২০ সালে মেষ রাশির ভাগ্য কেমন যাবে।
চলুন তবে দেখে নেয়া যাক, মেষ রাশির ২০২০ সাল কেমন যাবে-
এই প্রতিবেদনটি ভিডিও আকারে দেখতে পারেন নিচের ভিডিও থেকে
১। মেষ রাশির জন্য ২০২০ সাল বেশ শুভ। অন্য যেকোন সময়ের চেয়ে এ বছর আপনার অর্থ ভাগ্য থাকবে তুঙ্গে। বছরের শুরুর দিকেই বেশ বড়সড় অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।
২। ২০২০ সালে মেষ রাশির ব্যবসায় উন্নতি হওয়ার যোগ বেশ শক্তিশালী। এ বছর চাকরী পরিবর্তনের সম্ভাবনা আছে। এছাড়া এ বছর তুলনামূলক ভালো চাকরী প্রাপ্তির সম্ভাবনা আছে। স্বাভাবিকভাবেই এ বছর আপনার আয়ও বেড়ে যাবে।
৩। নতুন বছরে আপনার ভক্তি ভাব বেড়ে যাবে। এ বছর বিভিন্ন ধর্মীয় কাজের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। ভগবান ও গুরুজনদের প্রতি ভক্তি-শ্রদ্ধা বাড়বে এ বছর। শিক্ষার্থীদের ক্ষেত্রে দূরবর্তী স্থানে গিয়ে পড়াশোনার সুযোগ তৈরী হবে। বিজ্ঞান বিভাগের পড়াশোনায় বেশী সাফল্য মিলবে।
আরো পড়ুনঃ মিথুন রাশির জাতক-জাতিকাদের কেমন কাটবে ২০২০ সাল
৪। মেষ রাশির জাতক-জাতিকা ২০২০ সালে কর্মক্ষেত্র, পরিবার ও সমাজে বিশেষ সম্মান লাভ করবেন। বেকারদের জন্য এ বছর শুভ। নতুন বছরে চাকরী পাওয়ার যোগ বেশ প্রবল।
৫। এ বছরে আপনার প্রেম ও বিবাহিত জীবন বেশ ভালো কাটবে। প্রেমের সম্পর্কে বিয়েতে গড়ানোর সমূহ সম্ভাবনা রয়েছে নতুন বছরে।
৬। নতুন বছরে মেষ রাশির জাতক-জাতিকাদের একটি ব্যাপারে সচেতন থাকতে হবে-কোনভাবেই অতিরিক্ত আবেগপ্রবণ হওয়া চলবেনা। আবেগতাড়িত হয়ে কোন সিদ্ধান্ত নেয়া চলবেনা।
৭। ২০২০ সালে আপনার ভাই-বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে।
সব মিলিয়ে ২০২০ সাল মেষ রাশির জন্য বেশ শুভ। এ বছরে মেষ রাশির ভাগ্যের দুয়ার খুলে যাবে।
আরো পড়ুনঃ ২০২০ সালে কোন রাশির শনির সাড়ে সাতি শেষ হতে চলেছে এবং কোন রাশির শুরু হতে চলেছে, জেনে নিন