বৃষ রাশির জাতক-জাতিকার ২০২০ সাল কেমন কাটবে?
বৃষ রাশি ২০২০ সাল কেমন কাটবে?
প্রকৃতির স্বাভাবিক নিয়মে একটি বছর কেটে গিয়ে আসতে চলেছে নতুন আরেকটি বছর। ভালো-মন্দের মিশেলে নিশ্চয় কেটে গেছে পুরনো বছর। পুরনো বছরের সকল অপ্রাপ্তি-দুঃখ-দুর্দশাকে পিছনে ফেলে সবাই চায় নতুন বছর জীবনে সমৃদ্ধি নিয়ে আসুক। নতুন বছরে সবার ভাগ্য যে একই রকম থাকবে, তা কিন্তু নয়। একেক রাশির ভাগ্য একেক রকম হয়ে থাকে। রাশির উপর ভিত্তি করে ২০২০ সালে কোন রাশির ভাগ্য কেমন যাবে জানতে, সনাতন পন্ডিতের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আজ আমরা জানবো, ২০২০ সালে বৃষ রাশির ভাগ্য কেমন যাবে।
চলুন তবে দেখে নেয়া যাক, বৃষ রাশির ২০২০ সাল কেমন যাবে-
১। ২০২০ সাল বৃষ রাশির জন্য বেশ শুভ। প্রায় সর্বক্ষেত্রে শুভ যোগ প্রতীয়মান হচ্ছে। ২০২০ সালে অধিকাংশ কাজে সাফল্য পাবেন বৃষ রাশির জাতক-জাতিকারা।
২। এ বছর বৃষ রাশির ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। কর্মসূত্রে বা অন্য কোন কারণে ভ্রমণের সুযোগ তৈরি হবে। গুরুজনদের সাথে তীর্থ ভ্রমণেরও যোগ রয়েছে নতুন বছরে। এছাড়া এ বছর বিদেশ ভ্রমণেরও যোগ রয়েছে।
৩। কর্মক্ষেত্রে কর্মদক্ষতা আরো বৃদ্ধি পাবে। ব্যবসায়ীরা দারুণ সাফল্য পাবেন ২০২০ সালে।
আরো পড়ুনঃ মেষ রাশির জাতক-জাতিকাদের ২০২০ সাল কেমন কাটবে?
.৪। সৃজনশীল কাজের সাথে যুক্তদের জন্য এ বছর বেশ শুভ। লেখালেখি, সাংবাদিকতা, অভিনয়, সঙ্গীত ও কলা বিভাগের সাথে জড়িতদের জন্য এ বছর অনেক ভালো সুযোগ আসার সম্ভাবনা রয়েছে।
৫। শিক্ষার্থীরা শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন ভাবে সহযোগীতা পাবে। শিক্ষকের সাথে সম্পর্ক উন্নয়নও ঘটবে।
.৬। বৃষ রাশির জাতক-জাতিকার বিবাহের জন্য ২০২০ সাল বেশ ভালো। দীর্ঘদিনে প্রেমের সম্পর্ক এ বছর বিয়েতে পরিণতি লাভ করতে পারে।
৭। এ বছর আপনার বন্ধু ভাগ্য বেশ সুপ্রসন্ন। এবছর বন্ধু সংখ্যা বৃদ্ধির পাশাপাশি, খুব ভালো বন্ধুর সান্নিধ্যও পাওয়া যাবে।
৮। কাজের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে। বিভিন্ন উপায়ে নতুন বছরে আয় বৃদ্ধি পাবে।
৯। নতুন বছর নতুন গাড়ি-বাড়ি প্রাপ্তির যোগ রয়েছে।
সর্বোপরি, সততা বজায় রেখে চললে ২০২০ সাল খুব ভাল ভাবে কাটবে বৃষ রাশির।