2021 Festivals Date & TimeBengali CalendarFeatured
হনুমান জয়ন্তী ২০২১ কবে?
এবার চৈত্র মাসের বদলে হনুমান জয়ন্তী পালিত হবে বৈশাখ মাসে।
শ্রীরামচন্দ্রের একনিষ্ঠ সেবক ছিলেন হনুমান। হিন্দু শাস্ত্র ও পুরাণ মতে জীবনের সকল বাধা বিপত্তি কাটিয়ে উঠতে সংকোটমোচন হনুমানজীর স্মরণ করা উচিত। চৈত্র মাসের পূর্ণিমা হনুমানজির আবির্ভাব তিথি। মনে করা হয় এই দিনেই মাতা অঞ্জনার কোলে রামনবমীর পরেই জন্মগ্রহণ করেন পবনপুত্র হনুমান। তাই এই দিনটিকে ‘হনুমান জয়ন্তী’ বলা হয়। তবে এবার চৈত্র মাসের বদলে হনুমান জয়ন্তী পালিত হবে বৈশাখ মাসে।
২০২১ সালের হনুমান জয়ন্তী পালিত হবে আগামী ১৩ বৈশাখ ১৪২৮ অর্থাৎ ২৭ এপ্রিল ২০২১, রোজ মঙ্গলবার।
পূর্ণিমা তিথি শুরু | পূর্ণিমা তিথি শেষ |
---|---|
১২ বৈশাখ ১৪২৮ ২৬ এপ্রিল ২০২১, সোমবার ভারতীয় সময়– দুপুর ১২টা ৪৪ মিনিট বাংলাদেশ সময়- দুপুর ১টা ১৪ মিনিট | ১৩ বৈশাখ ১৪২৮ ২৭ এপ্রিল ২০২১, মঙ্গলবার ভারতীয় সময়– সকাল ৯টা ১ মিনিট বাংলাদেশ সময়– সকাল ৯টা ৩১ মিনিট |