Videos

এক চিমটে লবণেই ফিরতে পারে আপনার ভাগ্য

এক চিমটে লবণেই ফিরতে পারে আপনার ভাগ্য

জীবনের প্রতিটা মুহূর্ত সমান যায়না। সুসময়কালে আমরা তৃপ্তির ঢেকুর তুলি, আবার খারাপ সময় এলে আমরা ভেঙ্গে পড়ি। কিন্তু মনে রাখতে হবে উত্থান-পতনের মধ্যে দিয়েই এগিয়ে চলে এই মানব জীবন। তবে আমরা ইচ্ছে করলে দুর্ভাগ্যকে পাশ কাটিয়ে জীবনে কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসতে পারি। বাস্তুশাস্ত্র এমন অনেক উপায়ের কথা উল্লেখ আছে।

আরো পড়ুনঃ বাড়ির সদর দরজায় স্বস্তিক বা গণেশের ছবি টাঙানো হয় কেন?

বাস্তুশাস্ত্র থেকে জানা যায়, এক চিমটে লবণেই নাকি বদলে যেতে পারে আমাদের ভাগ্য। সনাতন ধর্মে লবণকে পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। একটু লবণ আমাদের পারিবারিক ও সামাজিক জীবনে শান্তি ও স্বস্তি এনে দিতে পারে। চলুন দেখে নিই লবণ কীভাবে ব্যবহার করলে সৌভাগ্য ফিরিয়ে আনা যায়।

একটি কাগজ বা ছোট প্যাকেটে সামান্য লবণ ভরে তা সবসময় নিজের সাথে রাখলে নেগেটিভ এনার্জি আপনার ধারে-কাছে আসতে পারবেনা। ফলে আপনার দুর্ভাগ্য কাটতে শুরু করবে এবং সৌভাগ্য ফিরে আসবে।

আপনি বাড়িতে বা অফিসে যেখানে বসে কাজ করেন, তার আশেপাশে এক চিমটি লবণ ছড়িয়ে দিন। এতে করে আপনার কাছে নেগেটিভ এনার্জি আসতে পারবেনা। ফলে কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে চোখে পড়ার মতো।

আরো পড়ুনঃ চাণক্য নীতি অনুসারে, কোন ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করার আগে জেনে নিন এই চারটি বিষয়

প্রতিদিন ঘর মোছার আগে এক চিমটি লবণ বালতির জলে মিশিয়ে নিন। লবণ মিশ্রিত জল দিয়ে ঘর মুছলে নেগেটিভ শক্তি দূরে পালায়।

দিনে অন্তত একবার হাতের মুঠোয় লবণ রেখে লবণসমেত হাতটি ধুয়ে ফেলুন। এতে সৌভাগ্যের দেখা পাওয়া যায়।

বাড়ির বাথরুমেও একটি পাত্রের মধ্যে লবণ রাখুন। পরিবর্তন দেখতে পাবেন শীঘ্রই।

আরো পড়ুনঃ ঘরের ঘড়িও ডেকে আনতে পারে বিপদ, জানাচ্ছে বাস্তুশাস্ত্র

Related Articles

Leave a comment

Back to top button
error: Content is protected !!