2021 Festivals Date & TimeFeaturedব্রত ও উপবাস
নাগ পঞ্চমী ২০২১ কবে? কেন পালন করা হয় নাগ পঞ্চমী?
ধর্মীয় বিশ্বাস মতে, এই দিন নাগ দেবতার পূজা করলে রাশিফলে রাহু ও কেতু সম্পর্কিত ত্রুটি দূর হয়।
নাগ পঞ্চমী ২০২১ কবে?
নাগ পঞ্চমী ২০২১ পালিত হবে আগামী ১১ শ্রাবণ ১৪২৮, ২৮ জুলাই ২০২১, বুধবার।
নাগ পঞ্চমী কেন পালন করা হয়?
শ্রাবণ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথি নাগ পঞ্চমী নামে পরিচিত। এই দিনটি হিন্দু ধর্মের অত্যন্ত পবিত্র দিন। পৌরাণিক বিশ্বাস মতে, এদিন নাগ বা সর্পকুল নাগলোক বা পাতাল লোক থেকে মানবজাতির উদ্দেশ্যে আশীর্বাদ প্রেরণ করেন। ভারতবর্ষের সনাতন হিন্দু ধর্মানুসারীরা বিশ্বাস করেন, এই আশীর্বাদের ফলে পারিবারিক ও ব্যক্তি জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে।
নাগ পঞ্চমীতে নাগ দেবতা ও মা মনসার পুজো করা হয়। ধর্মীয় বিশ্বাস মতে, এই দিন নাগ দেবতার পূজা করলে রাশিফলে রাহু ও কেতু সম্পর্কিত ত্রুটি দূর হয়। সাপের ভয় ও সাপের কামড় থেকে মুক্তি পেতে নাগ পঞ্চমীতে কালসর্প যোগও পূজা করা হয়। এদিন মা মনসার পূজা করে পরিবারের রক্ষার জন্য আরাধনা করা হয়।