মন্দির

বাংলাদেশের রহস্যময় পুঠিয়া মন্দিরের অজানা কাহিনী

বাংলাদেশের বিখ্যাত মন্দিরগুলোর মধ্যে অন্যতম প্রধান মন্দির হলো পুঠিয়া মন্দির চত্বর (Puthia Temple Complex)। আসলে এটিকে শুধুমাত্র মন্দির না বলে, মন্দির চত্বর বলাই শ্রেয়। কেননা এখানে একই চত্বরে অনেকগুলো মন্দির রয়েছে। বাংলাদেশের রাজশাহী বিভাগের পুঠিয়া উপজেলায় কয়েকটি উল্লেখযোগ্য পুরনো হিন্দু মন্দির নিয়ে পুঠিয়া মন্দির চত্বর (Puthia Mandir Complex)।

রাজশাহী শহরের ২৩ কিলোমিটার পূর্বে অবস্থিত এই স্থানে বাংলাদেশের সবচেয়ে বেশী সংখ্যক ঐতিহাসিক মন্দির রয়েছে। রাজশাহীর বিখ্যাত জনহিতৈষী পুঠিয়া রাজ পরিবারের হিন্দু জমিদার রাজাদের দ্বারা মন্দিরগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। পুঠিয়া মন্দির চত্বরে মোট ১৩টি মন্দির রয়েছে। সনাতন পন্ডিতের আজকের ভিডিও থেকে জানবো, এই মন্দিরের অজানা কাহিনী।

Related Articles

Leave a comment

Back to top button
error: Content is protected !!