সরস্বতী পূজার উপকরণ, পুষ্পাঞ্জলী মন্ত্র, প্রণাম মন্ত্র ও ২০২০ সালের সরস্বতী পূজার দিন ও তারিখ
সরস্বতী পূজার উপকরণ, পুষ্পাঞ্জলী মন্ত্র, প্রণাম মন্ত্র ও ২০২০ সালের সরস্বতী পূজার দিন ও তারিখ
কথায় বলে, ‘বাঙালীর বারো মাসে তেরো পার্বণ’। আগামী ৩০শে জানুয়ারি পালিত হবে এবারের সরস্বতী পূজা। অতি প্রাচীনকাল থেকেই বাঙালীর হৃদয় ও অন্তরে সমাদৃত হয়ে আসছেন দেবী সরস্বতী। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে মা সরস্বতীর পূজা করা হয়। সরস্বতী পুজোর তিথিকে শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও ডাকা হয়।
সনাতন পন্ডিতের আজকের আয়োজন থেকে আমরা জেনে নেব সরস্বতী পুজোর উপকরণ/ফর্দ, পুষ্পাঞ্জলী মন্ত্র, প্রণাম মন্ত্র এবং ২০২০ সালের সরস্বতী পুজোর সঠিক দিনক্ষণ ও সময়সূচী।
প্রথমেই চলুন জেনে নিই সরস্বতী পূজার প্রয়োজন উপকরণ ও দ্রব্যসামগ্রী সম্পর্কে।
সরস্বতী পূজার উপকরণ / ফর্দ
সিদ্ধি, সিঁদুর, পুরোহিতবরণ ১টি, তিল, হরিতকী, পঞ্চগুঁড়ি, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব ১টি, ঘট ১টি, কুন্ডহাঁড়ি ১টি, তেকাঠা ১টি, দর্পণ ১টি, তীরকাঠি ৪টি, ঘটাচ্ছাদন গামছা ১টি, বরণডালা, সশীষ ডাব ১টি, এক সরা আতপ চাউল, পুষ্পাবি, আসনাঙ্গুরীয়ক ২টি, মধুপর্কের বাটী ২টি, নৈবেদ্য ২, কুচা নৈবেদ্য ১, সরস্বতীর শাটী ১, লক্ষীর শাটী ১, চন্দ্রমালা ১, বিল্বপত্রমাল্য ১, থালা ১, ঘটি ১, শঙ্খ ১, লৌহ ১, নথ ১, রচনা, আমের মুকুল, যবের শীষ, কুল, আবির, অভ্র, মস্যাধার(দোয়াত) ও লেখনী, ভোগের দ্রব্যাদি, বালি, কাষ্ঠ, খোড়কে, গব্যঘৃত এক সের, পান, পানের মশলা, হোমের বিল্বপত্র ২৮, কর্পূর, পূর্ণপাত্র ১, দক্ষিণা।
বিদ্যারম্ভের উপকরণ / হাতেখড়ির ফর্দ
বিষ্ণুপূজার ধুতি ১, লক্ষী ও সরস্বতী পূজার শাটি ২, বালকের পরিধেয় বস্ত্র ১, মধুপর্কের কাংস্য বাটী ৩, আসন ৩, রূপার অঙ্গুরীয়ক ৩, দধি, মধু, তিল, হরিতকী, ফল-মুলাদি, সিঁদুর, ধূপ, দীপ, নৈবেদ্য ৩, কুচা নৈবেদ্য ১, ফল, স্লেট, রাম খড়ি ১, বর্ণমালা পুস্তক ১ খনি, তুলসী, বিল্বপত্র, দূর্বা ও পুষ্পাদি, দক্ষিণা।
মা সরস্বতী পুষ্পাঞ্জলী মন্ত্র (৩ বার পাঠসহ)
ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ।
বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।।
এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
দেবী সরস্বতীর প্রণাম মন্ত্র
নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।।
জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
দেবী সরস্বতীর স্তব
শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা।
শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।।
শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা।
শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারবভূষিতা
বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ।
পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।।
স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্।
যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।