বাঁহাতিরা কোন কোন গুণের অধিকারী হন, জেনে নিন
আমাদের চারপাশে ডানহাতি মানুষের সংখ্যাই বেশী। তবে বাঁহাতি মানুষের সংখ্যাও নেহাত কম নয়। বাঁহাতি ব্যক্তিরা সচরাচর সব কাজই বাম হাত দিয়ে করে থাকেন। শাস্ত্র মতে, বাঁহাতিদের মধ্যে কিছু বিশেষ গুণ লুকিয়ে থাকে।
চলুন তবে জেনে নেওয়া যাক, বাঁহাতিদের মধ্যে কোন কোন গুণ থাকে।
১। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাঁহাতিদের অর্থের পরিমাণ খুব বেশি থাকে। এদের অর্থ ভাগ্য বেশির ভাগ সময় তুঙ্গে থাকে।
২। এটা লক্ষণীয় যে, বাঁহাতিরা যেকোন কাজের ব্যাপারে অত্যন্ত খুঁতখুঁতে। কোন কাজ যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে না হয়, ততক্ষণ এরা কাজ চালিয়ে যানে। বিচক্ষণতার সাথে অত্যন্ত সূচারুভাবে এরা যেকোন কাজ করে থাকেন।
আরো পড়ুনঃ যে ৫টি রাশির মানুষ খুব দ্রুত প্রেমে পড়ে যায়
৩। যারা বাঁহাতে লিখেন তাঁরা সাধারণত অত্যন্ত বুদ্ধিমান হন। যেকোন সিদ্ধান্ত নিতে এরা বুদ্ধিমত্তার পরিচয় দেন। পড়াশোনায়ও এরা বেশ ভালো হন।
৪। শুধু নিজের কাজ নয়, বাইরের কাজের ক্ষেত্রেও এরা যথেষ্ট নিপুণ এবং যত্নশীল হন।
৫। বাঁহাতিদের মধ্যে নেতৃত্বের গুণ প্রবল। যেকোন স্থানে, যেকোন পরিস্থিতিতে এরা নেতৃত্ব দিতে পারেন এবং পরিবেশকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন।
আরো পড়ুনঃ নারী দেহের যে ৫টি অঙ্গ বড় হলে সৌভাগ্যবতী হিসেবে ভাবা হয়, সংসারে নিয়ে আসে সমৃদ্ধি!