Videosআচার ও সংস্কার
বিজয়া দশমীতে মায়ের বিদায়লগ্নে সবাই কেন আনন্দ-উৎসব করে?
সবাইকে জানাই বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা। বিজয়ার যে ছবিটা আমাদের চোখের সামনে ভাসে, তা হলো— প্রতিমার চলে যাওয়া। আগমনী গানের সুর ধরে মা দুর্গা আসেন আর বিজয়া গানে দেবী বিদায় নেন। মা দুর্গা পুজো পান দেবী রূপে আর বিদায় নেন কন্যারূপে। বিজয়া দশমীতে মায়ের বিদায়লগ্নে সবাই কেন আনন্দ-উৎসব করে? চলুন জেনে নিই।
পুজোর দিনগুলিতে পুরোহিতের মন সর্বগতা চিন্ময়ী দেবতাকে আরাধ্য প্রতিমাতে জাগ্রতরূপে বিরাজমানা চিন্তা করে। সহজ কথায় এর নাম ‘আবাহন’ আর সেই চিন্তা থেকে পুরোহিতের মনের নিবৃত্ত হওয়াই বিসর্জন। সনাতন পন্ডিতের আজকের আয়োজনে চলুন জেনে নিই বিজয়া দশমীতে মায়ের বিদায়লগ্নে সবাই কেন আনন্দ-উৎসব করে?