বুদ্ধ পূর্ণিমা ২০২২ তারিখ ও সময়সূচী | Buddha Purnima 2022
এ দিনটিতে ভক্তরা মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং ফুলের মালা দিয়ে মন্দির সাজিয়ে গৌতম বুদ্ধের উপাসনা করেন।

বুদ্ধ পূর্ণিমা ২০২২ তারিখ ও সময় ভারতীয় সময় অনুসারে, ২০২২ পূর্ণিমা ক্যালেন্ডার, ১৪২৯ বুদ্ধ পূর্ণিমা, ২০২২ বুদ্ধ পূর্ণিমা নির্ঘন্ট এবং বুদ্ধ পূর্ণিমা ২০২২ কবে জানতে সনাতন পন্ডিতের সাথেই থাকুন।
বুদ্ধ পূর্ণিমা ২০২২ তারিখ ও সময়সূচি
বাংলা তারিখ | ইংরেজী তারিখ | বার |
০১ জ্যৈষ্ঠ ১৪২৯ | ১৬ মে ২০২২ | সোমবার |

বুদ্ধ পূর্ণিমা কেন পালন করা হয়?
বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ও হিন্দু ধর্ম উভয়ের নিকট অত্যন্ত পবিত্র। প্রায় বছর বৈশাখ মাসে এই পূর্ণিমা পালিত হয় বলে এটি বৈশাখী পূর্ণিমা নামেও পরিচিত। বৈশাখী পূর্ণিমা গৌতম বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বোধি বা সিদ্ধিলাভ করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।
আরো দেখুনঃ অমাবস্যা তালিকা ২০২২
বুদ্ধ পূর্ণিমার দিন বৌদ্ধ ধর্মাবলম্বীগণ শুদ্ধ বস্ত্র পরিধান করে বুদ্ধের আরাধনা করেন। এ দিনটিতে ভক্তরা মন্দিরে প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং ফুলের মালা দিয়ে মন্দির সাজিয়ে গৌতম বুদ্ধের উপাসনা করেন। বৈশাখী পূর্ণিমাতে বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ ও সমবেত প্রার্থনা করে থাকেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই দিনটি ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালন করেন ভক্তরা।