১৪২৮ সালের গর্ভাধান তারিখ ও সময়সূচী
এক ঝলকে দেখে নিন ১৪২৮ সালের গর্ভাধান তারিখ ও সময়সূচী
গর্ভাধান সনাতন হিন্দু ধর্মের ষোড়শ সংস্কারের প্রথম সংস্কার। এটি স্ত্রীর দ্বিতীয় বিবাহরূপ সংস্কার। গর্ভাধান সংস্কারে স্ত্রীর প্রথম রজোদর্শনের ষোলো দিনের মধ্যে স্বামী পবিত্র হয়ে সন্ধ্যায় সূর্যার্ঘ্য প্রদান করে যথাবিধি বহ্নিস্থাপনের পর পঞ্চগব্য দ্বারা স্ত্রীকে শোধন করে সন্তান উৎপাদনার্থ গ্রহণ করেন।
গার্হ্যসূত্র মতে, এই সংস্কারের সূচনায় স্ত্রী যথাবিধি সুসজ্জিত হন এবং স্বামী সৃষ্টি সংক্রান্ত বৈদিক স্তোত্র উচ্চারণ করতে করতে দেবগণকে আহ্বান জানান, যাতে তারা তার স্ত্রীকে গর্ভধারণে সহায়তা করেন। অতঃপর নারী-পুরুষের যৌনক্রিয়া সংক্রান্ত স্তোত্রগুলি উচ্চারণ করতে করতে তারা আলিঙ্গন করেন। স্বামী পুরুষের উৎপাদন ক্ষমতা সংক্রান্ত স্তোত্র উচ্চারণ করতে করতে স্ত্রীর দেহে নিজ শরীর ঘর্ষণ করেন।
আলিঙ্গনের পর পূষণের নিকট প্রার্থনার মাধ্যমে গর্ভস্থাপনের কাজ শুরু হয়। স্বামী স্ত্রীর দক্ষিণ স্কন্ধের উপর থেকে ঝুঁকে তার স্ত্রীর বক্ষ স্পর্শ করেন “হে সুবিন্যস্ত কেশধারী, তোমার হৃদয় বাস করে স্বর্গে, বাস করে চন্দ্রে, আমি তাহাকে জানি, তাহা আমাকে জানুক। আমি যেন শত শরৎ বাঁচিয়া থাকি।”
আরো দেখুনঃ শাস্ত্রীয় মতে কোন দিন গর্ভধারণ করলে সু-সন্তান লাভ সম্ভব?
এক ঝলকে দেখে নিন ১৪২৮ সালের গর্ভাধান তারিখ ও সময়সূচী।
১৪২৮ গর্ভাধান তারিখ
মাস | তারিখ |
---|---|
বৈশাখ ১৪২৮ | ৪, ৮, ১৩, ২২, ২৯ |
জ্যৈষ্ঠ ১৪২৮ | ১, ২৬, ২৯ |
আষাঢ় ১৪২৮ | ৫, ১৯, ২৬ |
শ্রাবণ ১৪২৮ | ১, ৮, ১৭, ১৯, ২৪, ২৬ |
ভাদ্র ১৪২৮ | ২, ৫, ৭, ১৪, ২১, ২৩ |
আশ্বিন ১৪২৮ | ১৩, ১৬, ২৩, ২৫, ২৭ |
কার্তিক ১৪২৮ | ৩, ১৩, ১৫, ২৭ |
অগ্রহায়ণ ১৪২৮ | ৪, ৬, ২২ |
পৌষ ১৪২৮ | ৩, ৫, ১২, ২১, ২৬, ২৮ |
মাঘ ১৪২৮ | ১৩, ২০, ২৭ |
ফাল্গুন ১৪২৮ | ৪, ৭, ১৮, ২৮ |
চৈত্র ১৪২৮ | ৭, ১২, ১৪, ১৯, ২১, ২৩, ২৬ |