2020 Hindu Festivals Dateহিন্দু ক্যালেন্ডার
রাম নবমী ২০২০ কবে? কেন পালন করা হয় রামনবমী?
রাম নবমী ২০২০ কবে? কেন পালন করা হয় রামনবমী?
রাম নবমী সনাতন ধর্মানুসারীদের একটি উৎসব। এই দিনটি ভগবান রামের জন্মদিন। চৈত্রমাসের নবমী তিথিতে এই উৎসব পালন করা হয়। সাধারণত মার্চ বা এপ্রিল মাসে এই তিথি পালিত হয়।
ভগবান বিষ্ণুর অবতার রামচন্দ্র রামনবমী তিথিতেই অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশলার পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন। রামায়ণ ছাড়াও জৈন ও বৌদ্ধ ধর্মেও ভগবান রামের উল্লেখ পাওয়া যায়।
২০২০ সালের রাম নবমী তিথি পালিত হবে আগামী ২ এপ্রিল, বৃহস্পতিবার
রাম নবমী উৎসবের দিন সকালে আদি দেবতা সূর্যদেবকে জল প্রদান করে সূর্যদেবের আশীর্বাদ গ্রহণ করা হয়। এদিনটিতে ধার্মিক ও সদাচারী ব্যক্তিরা সারাদিন বৈদিক মন্ত্র পাঠ করেন। এদিন ভক্তিমূলক গান গাওয়া ও রামায়ণ পাঠ করা হয়।
রাম নবমী। রাম নবমী কবে। রাম নবমী ২০২০।রাম নবমী ২০২০ তারিখ। রামনবমী কেন পালন করা হয়। রামনবমী ২০২০।