Featuredআচার ও সংস্কারএকাদশীএকাদশীএকাদশী মাহাত্ম্যএকাদশী ২০২১ব্রত ও উপবাস

সফলা একাদশী মাহাত্ম্য

সফলা একাদশী মাহাত্ম্য

আগামী ৯ জানুয়ারি ২০২১, রোজ শনিবার সফলা একাদশী পালিত হবে। সফলা একাদশীর মধ্য দিয়ে ২০২১ সালের একাদশীর সূচনা হবে। আনন্দের ব্যাপার হলো ২০২১ সালের সূচনা ও শেষ হবে সফলা একাদশীর মাধ্যমে। কেননা ২০২১ সালের ৩০ ডিসেম্বরেও পালিত হবে সফলা একাদশী। আজ চলুন জেনে নিই সফলা একাদশী মাহাত্ম্য।

আরো দেখুনঃ একাদশী তালিকা ২০২১

পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ‘সফলা’। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত  হয়েছে।

যুধিষ্ঠির বললেন- হে প্রভু, পৌষ মাসের  কৃষ্ণপক্ষীয়া একাদশীর  নাম, বিধি এবং পূজ্যদেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন।

শ্রীকৃষ্ণ বললেন –  হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়ে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু  দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। তাই যত্নসহকারে এই ব্রত পালন  করা কর্তব্য।

পৌষ মাসের  কৃষ্ণপক্ষীয়া একাদশীর  নাম ‘সফলা’। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের  মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের  মধ্যে নারায়ণ  সর্বশ্রেষ্ঠ;  তেমনই  সকল ব্রতের  মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ।

হে মহারাজ, যারা এই ব্রত পালন  করেন, তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ  হয়। হাজার হাজার  বছর তপস্যায় যে ফল  লাভ হয় না, একমাত্র  সফলা একাদশীতে রাত্রি জাগরণের  ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায়।

মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ  চম্পাবতি নগরে বাস করতেন। রাজার চারজন পুত্র  ছিল। কিন্তু তাঁর জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে লিপ্ত ছিল।  সে সর্বক্ষন ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত।

পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বের  করে দিলেন। স্ত্রী-পুত্র, পিতা- মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনও জীবহত্যা আবার কখনও চুরি করে জীবন ধারণ করতে লাগল।

কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের  কাছে ধরা পড়ল। কিন্তু রাজপুত্র  বলে সেই অপরাধ  থেকে সে মুক্তি পেল।

পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা ও  ফলমূল  আহার করে দিন  যাপন করতে লাগল। ঐ বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বথ বৃক্ষ ছিল। সেখানে ভগবান  শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব  প্রাপ্ত হয়েছে। সেই  বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্ভক  বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোন পুণ্য  ফলে সে পৌষ মাসের দশমী দিনে কেবল  ফল আহারে দিন অতিবাহিত করল।

কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রিযাপন  করল। পরদিন  সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের  দিকে তার  চেতনা ফিরল।

ক্ষুধা নিবারণের জন্য সে অতিকষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল  হয়ে পড়ল।

সে প্রাণরক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে- “হে ভগবান, আমার কি গতি হবে?” বলে অশ্রুপাত  করতে করতে সেই  বৃক্ষমূলে , “হে লক্ষ্মীপতি নারায়ণ,  আপনি প্রসন্ন  হোন” বলে নিবেদন করল।

এইভাবে সে অনাহারে ও অনিদ্রায়  সেই রাত্রি যাপন  করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল  অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন।

এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত  পালন হয়ে গেল।

প্রাতঃকালে আকাশে দৈববাণী হল-  “হে পুত্র  তুমি সফলা একাদশী ব্রতের পুণ্য প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্যরূপ  লাভ করল। স্ত্রী-পুত্র সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল।

অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয়  ভগবানের  কাছে ফিরে গেল।

হে মহারাজ, এভাবে সফলা একাদশী যিনি পালন করেন, তিনি জাগতিক  সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল  তাঁরাই ধন্য। তাঁদের জন্ম  সার্থক, এতে কোন  সন্দেহ নেই।

এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের  রাজসূয় যজ্ঞের ফল লাভ হয়।

আরো পড়ুনঃ

২০২১ সালের সকল পূর্ণিমার সঠিক তিথি ও সময়সূচী

২০২১ সালের অমাবস্যার সঠিক তিথি ও সময়সূচী!

২০২১ সালের একাদশী ব্রত তালিকা ও সময়সূচী

হিন্দু ক্যালেন্ডার ২০২১: তারিখ ও উৎসব

সফলা একাদশী | সফলা একাদশী মাহাত্ম্য | সফলা একাদশী ২০২১ | ২০২১ সফলা একাদশী | সফলা একাদশী মাহাত্ম্য বাংলায় |

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!