Featuredবাংলা পঞ্জিকা ১৪২৯
১৪২৯ সালের গাত্রহরিদ্রার সঠিক তারিখ ও সময়সূচী
এক ঝলকে দেখে নিন ১৪২৯ সালের গাত্রহরিদ্রার সঠিক তারিখ ও সময়সূচী
গাত্রহরিদ্রা ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশ রাষ্ট্রে বসবাসকারী বাঙালি হিন্দুদের বিবাহ-সংক্রান্ত নিজস্ব প্রথা ও রীতিনীতি। সংস্কৃত ভাষায় এই রীতিকে বলা হয় গাত্রহরিদ্রা। তবে বাংলাদেশে এটি গায়ে হলুদ নামে অধিক পরিচিত।
হিন্দু ধর্মে কয়েকটি জিনিসকে শুভ বলা হয়। যেমন শঙ্খধ্বনি, হলুদ ইত্যাদি। গাত্রহরিদ্রায় প্রথমে বরকে ও নিতবরকে সারা গায়ে হলুদ মাখানো হয়। পরে সেই হলুদ কন্যার বাড়ি পাঠানো হয়। কন্যাকে সেই হলুদ মাখানো হয়।
সনাতন পন্ডিতের আজকের আয়োজন থেকে জেনে নেব গাত্রহরিদ্রা তারিখ ১৪২৯
১৪২৮ গাত্রহরিদ্রার তারিখ
মাস | তারিখ |
---|---|
বৈশাখ ১৪২৯ | ৩, ৪, ৭, ১০, ২৯ |
জ্যৈষ্ঠ ১৪২৯ | ৫, ৭, ১১, ১২, ১৭, ২২, ২৬ |
আষাঢ় ১৪২৯ | ১৯, ২১, ২৫, ২৯, ৩০ |
শ্রাবণ ১৪২৯ | ৩, ৪, ৭, ৮, ১৪, ১৭, ১৮, ১৯, ২১, ২৪, ২৬ |
ভাদ্র ১৪২৯ | ৪, ৫, ১২, ১৫, ২১, ২২, ৩০ |
আশ্বিন ১৪২৯ | ৬, ৯, ১১, ১৩, ১৫, ১৮, ১৯, ২৩ |
কার্তিক ১৪২৯ | ২, ৩, ৫, ৮, ১০, ১২, ১৯, ২৩ |
অগ্রহায়ণ ১৪২৯ | ৩, ৪, ৭, ১১, ১৩, ১৫, ১৭, ২১, ২২, ২৭ |
মাঘ ১৪২৯ | ৩, ৪, ৭, ৮, ১১, ১২, ২৬ |
ফাল্গুন ১৪২৯ | ৩, ৯, ১০, ১৬, ২৩, ২৪, ২৫, ২৮ |