Featuredআচার ও সংস্কারব্রত ও উপবাস

Janmastami 2022: শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে এই ৫টি জিনিস রাখলে তুষ্ট হবেন ভগবান শ্রীকৃষ্ণ

আগামী ১৯ আগস্ট ২০২২, শুক্রবার পালিত হবে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। হিন্দু পঞ্জিকা অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রের যখন প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়।

সনাতন ধর্মের অনুসারীরা এই দিন রাত ১২টায় ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন সারাদিনের উপবাস ভঙ্গ করেন।

জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের পূজায় কিছু বিশেষ জিনিস নিবেদন করা উচিত, যা শ্রীকৃষ্ণ খুব পছন্দ করেন। চলুন জেনে নেয়া যাক কোন কোন জিনিসগুলো পরমেশ্বর শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় আর জন্মাষ্টমী কিভাবে পালন করতে হয়।

বাঁশি: ভগবান শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয় বস্তু বাঁশি। প্রচলেলিত বিশ্বাসমতে, কৃষ্ণের পুজোতে বাঁশি রাখলে ভগবানের কৃপাদৃষ্টি লাভ করা যায়। তাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পুজোতে বাঁশি রাখুন।

গাভীঃ ভাগবত পুরাণ থেকে জানা যায়, শ্রীকৃষ্ণ বাল্যকালে গোমাতার সেবা করতেন। গোমাতার প্রতি তার প্রবল ভালোবাসা ছিল। এ কারণে নাড়ু গোপালকে গরুর দুধ থেকে তৈরি ঘি দিয়ে ভোগ দেয়া হয়। তাই জন্মাষ্টমীতে কৃষ্ণের পূজায় গোমাতার মূর্তি বা প্রতিকৃতি রাখতে পারেন।

ময়ূরের পালকঃ ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে ময়ূরের পালক থাকে। ময়ূর পালক শ্রীকৃষ্ণের খুবই পছন্দের। তাই জন্মাষ্টমী পূজায় অতি অবশ্যই ময়ূরের পালক রাখুন। এছাড়া ময়ূর পালক সকল ধরণের নেগেটিভ এনার্জি দূর করে।

মাখন ও চিনি মিছরিঃ মাখন ও মিছরি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই জন্মাষ্টমী পুজোতে মাখন-মিছরি নৈবেদ্য হিসেবে দেয়া হয়।

ধনে বীজ: জ্যোতিষশাস্ত্র মতে, ধনে সম্পদ বৃদ্ধির সঙ্গে জড়িত। ভগবান শ্রীকৃষ্ণের পূজাতেও ধনে বীজ ব্যবহার করুন। গোপাল ধনে পাতা খুব পছন্দ করেন। তাই জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে ধনে বীজ নিবেদন করতে পারেন।

Related Articles

Leave a comment

Back to top button
error: Content is protected !!