আচার ও সংস্কার
পৌষ মাসে ভুলেও এই কাজগুলো করবেন না, মহাদেব শিবের কোপে অমঙ্গল নেমে আসবে!
বাংলা পঞ্জিকামতে এখন চলছে পৌষ মাস। কাগজে-কলমে বাংলার প্রকৃতিতে প্রবেশ করেছে শীত। হিন্দু ধর্মে পৌষ মাসের রয়েছে আলাদা মাহাত্ম্য। সনাতন পন্ডিতের পাঠশালার আজকের ভিডিওতে চলুন জেনে নিন পৌষ মাসে করণীয় সম্পর্কে কিছু তথ্য।
আমরা সকলেই জানি খুব সহজেই যদি কোনো দেবতাকে তুষ্ট করা যায় তাহলে তিনি হলেন মহাদেব। সমস্ত মাসের মধ্যে পৌষ মাসে শিব পুজোর আলাদাই কিছু মাহাত্ম্য আছে। সোমবার মহাদেব শিবের প্রিয়তম দিন। পৌষ মাসের সোমবার গুলিতে ভক্তিভরে দেবাদিদেবের পুজো করলে হাতে-নাতে ফল পাওয়া যায়। তবে এই পুজো করার সময়ে সামান্য কিছু ভুলের ফলেও কিন্তু মহাদেবের ক্রোধের স্বীকার হতে পারে। তাই জেনে নিন এই পুজোর সময়ে কি করা একদমই উচিত নয়।