2023FeaturedHindu Festivals Date & Time

২০২৩ সালের দুর্গা পূজার সময়সূচি

গত দুই বছর অক্টোবরের শুরুতে দুর্গা পূজা পালিত হয়েছিলো। ২০২৩ সালের দুর্গা পূজা অনুষ্ঠিত হবে অক্টোবরের শেষে।

বাঙালি হিন্দুদের প্রাণের উৎসব শারদীয় দুর্গা পূজা। গত দুই বছর অক্টোবরের শুরুতে দুর্গা পূজা পালিত হয়েছিলো। ২০২৩ সালের দুর্গা পূজা অনুষ্ঠিত হবে অক্টোবরের শেষে। আর কালী পূজা অনুষ্ঠিত হবে নভেম্বর মাসে। এবার চলুন জেনে নেয়া যাক ২০২৩ সালের মহালয়া, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা ও কালী পূজার পূর্ণাঙ্গ সময়সূচী।

মহালয়া ২০২৩
মহালয়া ২০২৩ সময়সূচী

২০২৩ সালের মহালয়া পালিত হবে ১৪ অক্টোবর, শনিবার। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হবে সেদিন। পরের দিন ১৫ অক্টোবর দেবীপক্ষের প্রতিপদ তিথি। শারদীয়া নবরাত্রি যাঁরা পালন করেন, তাঁদের সেদিন থেকেই পুজো শুরু।

মহাষষ্ঠী ২০২৩
মহাষষ্ঠী ২০২৩ তারিখ

মহাষষ্ঠী পালিত হবে ২০ অক্টোবর ২০২৩, শুক্রবার।

মহাসপ্তমী ২০২৩
মহাসপ্তমী ২০২৩

মহাসপ্তমী পালিত হবে ২১ অক্টোবর ২০২৩, শনিবার

মহাঅষ্টমী ২০২৩
মহাঅষ্টমী ২০২৩

মহাঅষ্টমী পালিত হবে ২২ অক্টোবর ২০২৩, রবিবার।

মহানবমী

মহানবমী পালিত হবে ২৩ অক্টোবর ২০২৩, সোমবার।

বিজয়া দশমী ২০২৩
বিজয়া দশমী ২০২৩

বিজয়া দশমী পালিত হবে ২৪ অক্টোবর ২০২৩, মঙ্গলবার।

২০২৩ সালে মা দুর্গা কীসে আসবেন আর কীসে যাবেন?

আগামী বছর মহাসপ্তমী শনিবারে পড়ায় ২০২৩-এ দেবীর আগমন হবে ঘোটক অর্থাত্‍ ঘোড়ায়। শাস্ত্র অনুসারে এর ফল “ছত্র ভঙ্গ স্তুরঙ্গমে” অর্থাৎ সামাজিক, রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পায়। এর ফলে রাজায়-রাজায় বা রাষ্ট্রে-রাষ্ট্রে যুদ্ধ সূচিত হয়। সামাজিক ও রাজনৈতিকস্তরে ধ্বংস ও অস্থিরতা বিরাজ করে। এক কথায় ‘ছত্রভঙ্গম’।

আবার আগামী বছর বিজয়া দশমী মঙ্গলবার পড়ায় ২০২৩-এ দেবীর গমনও হবে ঘোটক বা ঘোড়াতেই। আগামী বছর দেবীর আগমন ও গমন একই বাহনে হওয়ায় তা অত্যন্ত অশুভ ইঙ্গিতবাহী বলে আশঙ্কা করা হচ্ছে।

কোজাগরী লক্ষ্মী পূজা ২০২৩
কোজাগরী লক্ষ্মী পূজা ২০২৩

দুর্গাপুজোর কদিন পরেই কোজাগরী লক্ষ্মীপুজো। ২০২৩-এ কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে ২৮ অক্টোবর শনিবার।

কালী পূজা ২০২৩
কালী পূজা ২০২৩

কালী পূজা ও দীপাবলি পালিত হবে ১২ নভেম্বর ২০২৩, রবিবার।

ভাই ফোঁটা ২০২৩
ভাই ফোঁটা ২০২৩

ভাইফোঁটা পালিত হবে ১৪ নভেম্বর ২০২৩, মঙ্গলবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!