মা মনসার পুজোয় মেলে ৫ অলৌকিক ফল, বলছে সনাতন শাস্ত্র
পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের গ্রামে গ্রামে পুরো শ্রাবণ মাস জুড়ে পুজো হয় মা মনসার। শ্রাবণ মাস জুড়ে গ্রামের ঘরে ঘরে পাঠ করা হয় পদ্মপুরাণ বা মনসামঙ্গল।
ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে জানা যায়, কশ্যপ মুনি ব্রহ্মার আদেশে সর্পমন্ত্রসমূহের সৃষ্টি করেন, তপোবনে মন দ্বারা তাকে মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীরূপে সৃষ্টি করেন। মন থেকে সৃষ্টি বলে তার নাম মনসা।
মা মনসা হলেন জরুৎকারু মুনির স্ত্রী, আস্তিক মুনির মা এবং বাসুকির বোন। মনসামঙ্গল থেকে জানা যায়, চাঁদ সওদাগর তার স্ত্রী সনকা কর্তৃক স্থাপিত ঘট পদাঘাতে ভেঙ্গে দেন। এর ফলে মা মনসার বিরূপ দৃষ্টি পরে চাঁদ সওদাগরের ওপর। পরবর্তীকালে মায়ের কৃপা পেতে চাঁদ সওদাগর পূজো দিতে বাধ্য হন।
গ্রামবাংলায় মা মনসাকে যে রূপে পূজা করা হয়, তা তার মানবীমূর্তি নয়, তা পাঁচ বা সাতটি সাপের মুণ্ডের সমাহার। মনসাবৃক্ষরূপেও পূজা প্রচলিত রয়েছে। সর্পরূপেও দেবীর উপাসনা করা হয় কোথাও কোথাও। সর্প এখানে নিজেই দেবতারূপে পূজিত হয়।
ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে মনসা পুজো করলে মেলে পাঁচটি অলৌকিক ফল। চলুন জেনে নিই মনসা পূজা করলে কী কী শুভ ফল লাভ করা যায়।
১. মনসা পূজা করলে মা মনসার সুদৃষ্টিতে বাস্তুদোষ দূর হয়।
২. পারিবারিক অশান্তি কমে গিয়ে শান্তি আসে।
৩. সন্তানহীন নারী সন্তানলাভ করেন।
৪. মায়ের কৃপায় বাড়ির সবাই সুস্থ থাকে।
৫. মায়ের আশীর্বাদে সারা বছর আর সর্পভীতি থাকেনা।