গীতার ১৮ টি নামের মাহাত্ম্য জানুন
শ্রীমদ্ভগবদ্গীতা বা গীতা সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ। গীতা মূলত মহাভারতের একটি অংশ। সনাতন ধর্মাবলম্বীরা গীতাকে ভগবানের মুখনিঃসৃত বাণী মনে করেন। মানবধর্ম, দর্শন ও সাহিত্যের ইতিহাসে গীতা এক বিশেষ স্থানের অধিকারী। গীতা-র কথক শ্রীকৃষ্ণকে হিন্দুরা ভগবানরূপে পূজা করেন। স্বয়ং গীতায় শ্রীকৃষ্ণকে ‘শ্রীভগবান’ হিসেবে বর্ণনা করা হয়েছে।
শ্রী শ্রীগীতা মাহাত্ম্যম্ অংশে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণ সর্বপাপ নাশকারী গীতার নামাবলী প্রকাশ করেছেন,
গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা।
ব্রাহ্মাবলির্ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী।।৪৯।।
অর্ধমাত্রা চিতানন্দা ভবঘ্নী ভ্রান্তিনাশিনী।
বেদত্রয়ী পরানিন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরী।। ৫০।।
শ্রীমদ্ভগবদ্গীতা বা গীতার ১৮টি নাম এবং গীতার ১৮টি নামের মাহাত্ম্য ও তাৎপর্য আজ আমরা জানবো।
১. গঙ্গা — গঙ্গাস্নান যেমন আমাদের পবিত্র করে তেমনি গীতা পাঠ আমাদের মন পবিত্র করে বলে এটিও গীতার নাম।
২. গীতা — শ্রীকৃষ্ণের অমর বাণী, এই গাঁথা গীত থেকে উৎপত্তি প্রাপ্ত নাম গীতা। এটি মহাভারতের অংশ ৭০০টি শ্লোকের সমষ্টি।
৩. সাবিত্রী — গীতাকে পতিব্রতা স্ত্রীর সঙ্গে তুলনা করা হচ্ছে, যে আসলেই তার স্বামীর ভালোবাসার পাত্র। আর এই পতি বলতে শ্রীকৃষ্ণকেই বুঝাচ্ছে। অর্থাৎ গীতা শ্রীকৃষ্ণের যেমন ভালোবাসার, এর পাঠকও তার প্রিয়।
৪. সীতা — দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয় তেমনি গীতার পবিত্রতাও অক্ষয়। শত অসুর, দানব যেই এসে একে ছুঁয়ে যাক, অপবিত্র করার চেষ্টা করুক, কিন্তু গীতার পবিত্রতা নষ্ট হবেনা।
৫. সত্যা — পরমসত্য পরমেশ্বরের কথা বলা হয়েছে দেখে গীতার নাম হয়েছে সত্যা।
৬. পতিব্রতা — গীতাকে পতিব্রতা স্ত্রীর সঙ্গে তুলনা করা হচ্ছে যে আসলেই তার স্বামীর ভালোবাসার পাত্র। আর এই পতি বলতে শ্রীকৃষ্ণকেই বুঝাচ্ছে। অর্থাৎ গীতা কৃষ্ণের যেমন ভালোবাসার, এর পাঠকও তার প্রিয়।
৭. ব্রহ্মাবলি — ব্রহ্ম শক্তির পরিচায়ক এই গীতা।
৮. ব্রহ্মবিদ্যা — পরমব্রহ্মের জ্ঞান হলো এই গীতা।
৯. ত্রিসন্ধ্যা — গীতা পাঠের মূহুর্ত সন্ধ্যা বন্দনার মূহুর্তের সমান পবিত্র বলে, এর আরেক নাম ত্রিসন্ধ্যা।
১০. মুক্তিগেহিনী — মুক্তি ও মোক্ষের পথ দেখায় বলে গীতা মুক্তিগেহিনী
১১. অর্ধমাত্রা — ভগবানের অর্ধেক মাত্রা ফুটে ওঠে বলে এর নাম অর্ধমাত্রা, পূর্ণরূপ পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয়।
১২. চিতানন্দা — চিত্তকে আনন্দ দেয় বলে এটিও গীতার নাম।
১৩. ভবঘ্নী — ভব অর্থ বস্তু বা মায়ার জগৎ, আর ঘ্ন অর্থ ধ্বংস করা। ভব + ঘ্ন + ঈ = ভবঘ্নী, যার অর্থ – যা বস্তু জগতের মায়াকে ধ্বংস করে।
১৪. ভ্রান্তিনাশিনী — ঈশ্বরকে খোঁজার পথে সকল ভ্রান্তি নাশকারিণী।
১৫. বেদত্রয়ী — ঋক সাম যজুঃ আদি বেদের সারকথা স্বরূপিণী।
১৬. পরানন্দা — পাঠকালে পাঠককে ও শ্রবণে শ্রোতাকে পরম আনন্দ দেয় বলে এর নাম পরানন্দা।
১৭. তত্ত্বার্থ — সকল শাস্ত্রে যেই তত্ত্বের আলোচনা হয়েছে তার সরলার্থ এই গীতা।
১৮. জ্ঞানমঞ্জরী — প্রতিটা শব্দ যেন ফুলের মঞ্জরীর মতো জ্ঞান, তাই এর নাম জ্ঞানমঞ্জরী।
জয় গীতা। জয় গীতা।