জেনে নিন কীভাবে বাড়িতে শুভ শক্তি ফিরিয়ে এনে পারিবারিক শান্তি বজায় রাখবেন?
কম-বেশী অশান্তি সবার পরিবারেই থাকে। কিন্তু পরিবারের শান্তি বজায় রাখার জন্য সেই অশান্তিকে কমানোর উদ্যেগ না নিলে ক্রমেই তা বৃহৎ আকার ধারণ করে। আমাদের বাড়িতে বিভিন্ন সময়, বিভিন্ন কারণ নেগেটিভ এনার্জি জমা হয়। যার প্রভাবে আমাদের সংসারের শান্তি বিনষ্ট হয়। অথচ গুটিকয়েক সহজ উপায় মেনে চললে ফিরে আসবে হারানো সুখ-শান্তি। চলুন তবে জেনে নেয়া যাক।
১) বাড়ির সদর দরজা সবসময় পরিষ্কার-পরিচ্ছ্বন্ন ও সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করুন
২) বাড়ির সদর দরজা তৈরীর সময় ভালো কাঠ ব্যবহার করতে হবে। ভালো কাঠ ব্যবহারের ফলে বাড়িতে পজেটিভ এনার্জি সঞ্চারিত হয়।
৩) সংখ্যাতত্ত্ব মেনে বাড়ির সদর দরজায় নেমপ্লেট লাগান
আরো পড়ুনঃ ১৫ জানুয়ারি মকর সংক্রান্তিতে যে কাজগুলো করা যাবেনা!
৪) বাড়ির সদর দরজা তৈরীর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, দরজা যে ঘড়ির কাঁটার দিকে খোলে। অর্থাৎ দরজা যেন বা-দিক থেকে ডান দিকে খোলার ব্যবস্থা থাকে।
৫) বাড়িতে শুভ শক্তির প্রভাব বজায় রাখতে হলে, বাড়ির প্রধান দরজার কাছে কখনোই জুতো রাখার ব্যবস্থা করা যাবেনা।
৬) বাড়ির সদর দরজায় কালো রঙের কিছু বা জীব-জন্তুর ছবি লাগানো উচিত নয়।
৭) অতিথিকে স্বাগত জানানোর জন্য বাড়ির সদর দরজায় অবশ্যই কিছু লিখে রাখুন, এতে পজেটিভ এনার্জি তৈরী হয়।
একবার এই কাজগুলো করেই দেখুন, আর ফলাফল নিজের চোখেই দেখুন।
আরো পড়ুনঃ আচার্য স্বামীর অনুপস্থিতিতে তাঁর শিষ্যের সঙ্গে মিলিত হতে চাইলেন ঋতুমতী গুরুপত্নী!