Videosআচার ও সংস্কার
জেনে নিন লক্ষ্মী পূজায় কোন ৫টি কাজ করলে মা লক্ষ্মীর কৃপায় অভাব-অনটন দূর হয়
দেখতে দেখতে কেটে গেল দুর্গাপূজার আনন্দের কয়েকটা দিন। নিশ্চয় মনটা ভীষণ খারাপ! কিন্তু মন খারাপ করে কী করবেন! আসছে বছর আবার হবে! দুর্গাপূজার পরেই আমাদের ঘর আলো করে আসেন মা লক্ষ্মী। লক্ষী পূর্ণিমা কোজাগরী পূর্ণিমা নামেও পরিচিত। আগামী ১৩ অক্টোবর, বুধবার লক্ষীপূজো। লক্ষ্মী পুজোর নিয়ম তো অনেকেই প্রায় জানেন। কিন্তু লক্ষ্মী পূজায় কিছু বিশেষ নিয়ম পালন করলে মা লক্ষ্মীর কৃপায় অভাব-অনটন দূর হয়, সংসারে আসে সমৃদ্ধি।