Videosবাণী

জীবনে চলার পথে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে বাণীগুলো আপনাকে অনুপ্রাণিত করবে!

রামকৃষ্ণ পরমহংস ঊনবিংশ শতকের এক প্রখ্যাত ভারতীয় বাঙালি যোগসাধক, দার্শনিক ও ধর্মগুরু। তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ। উনিশ শতকের বঙ্গীয় নবজাগরণের অন্যতম পুরোধাব্যক্তিত্ব রামকৃষ্ণ। তার শিষ্যসমাজে, এমনকি তার আধুনিক ভক্তসমাজেও তিনি ঈশ্বরের অবতাররূপে পূজিত হন।

আমাদের আজকের আয়োজনে রামকৃষ্ণ পরমহংস দেবের এমন কয়েকটি বাণী সম্পর্কে জানবো, যা আমাদের জীবনের চলার পথকে অনেকটা সহজ করে দেবে।

০১
ভগবান সর্বত্র আছেন এবং প্রত্যেক কণায় আছেন। কিন্তু তিনি একটি মানুষের মধ্যে সবচেয়ে অধিক থাকেন। তাই এইজন্যই ভগবানরুপী মানুষের সেবা করাই ভগবানের আসল সেবা।

০২
সত্যি কথা বলার সময় খুবই নম্র এবং একাগ্র হওয়া উচিত কারণ সত্যের মাধ্যমে ভগবানকে অনুভব করা যেতে পারে।

০৩
ভগবানের অনেক নাম আছে এবং তাঁকে বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত করা যেতে পারে। তুমি তাঁকে কি নাম ডাকো এবং কিভাবে তাঁর পুজো করো এটা কোনো বড় বিষয় নয়, গুরুত্বপূর্ণ এটাই যে তুমি তাঁকে নিজের ভিতর কতটা অনুভব করো।

০৪
পবিত্র গ্রন্থের মধ্যে অনেক ভালো কথাই পড়া যেতে পারে কিন্তু এইরকম হয়ত কোনো গ্রন্থই নেই যেটা পড়ে ধর্মকে গড়ে তোলা সম্ভব।

০৫
দুনিয়া বাস্তবে সত্য ও বিশ্বাসের একটি মিশ্রণ, বিশ্বাস তৈরী করে এমন জিনিসকে ত্যাগ করুন এবং সত্যকে গ্রহণ করুন।

আরো পড়ুনঃ ভগবত গীতার ৫টি সহজ উপদেশ! যেগুলো মেনে চললে জীবনে উন্নতি অনিবার্য!

০৬
তুমি রাত্রে আকাশে অনেক তারা দেখতে পাও কিন্তু যখন সূর্য ওঠে তখন সেই তারাদের আর দেখা যায়না। ঠিক এইভাবেই, অজ্ঞানতার কারণে যদি তুমি ভগবানকে প্রাপ্ত করতে না পারো, তাহলে এর মানে এটা মোটেই নয় যে ভগবান নেই।

০৭
শুদ্ধ জ্ঞান এবং শুদ্ধ প্রেম একই জিনিস। জ্ঞান আর প্রেমের মাধ্যমেই লক্ষ্যকে পূরণ করা যেতে পারে, আর এখানে প্রেম নামক রাস্তাটি বেশি সহজ।

০৮
সাংসারিক বিষয়ের উপর জ্ঞান, মানুষকে জেদী বানিয়ে তোলে। জ্ঞানের অভিমান হলো একটি বন্ধন।

০৯
যখন হাওয়া চলতে থাকবে তখন পাখা চালানো বন্ধ করে দেওয়া উচিত কিন্তু যখন ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকবে তখন প্রার্থনা আর তপস্যা কখনই বন্ধ করা উচিত নয়।

১০
একমাত্র ভগবানই বিশ্বের পথপ্রদর্শক এবং গুরু

১১
বন্ধন ও মুক্তি কেবল একলা মনের চিন্তামাত্র

আরো পড়ুনঃ বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার ইতিহাস

১২
যে মানুষ স্বার্থহীনভাবে কাজ করে, সে বাস্তবে নিজের ভালোই করে চলেছে।

১৩
ভগবানের ভক্তি বা প্রেম ছাড়া, কোনো কাজকে সম্পূর্ণ করা সম্ভব নয়

১৪
যত মত তত পথ

১৫
যতদিন জীবন আছে আর তুমি জীবিত আছো, শিখে যাও

১৬
টাকা মাটি, মাটি টাকা

১৭
জ্ঞানের অর্থ হলো, কাম ও লোভের থেকে মুক্তি

১৮
অভিজ্ঞতা একটি কঠিন শিক্ষক, সে প্রথমে পরীক্ষা নেয় এবং পরে পাঠ দেয়

 

রামকৃষ্ণ পরমহংস দেবের এই বাণীগুলো জেনে আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে একদম ভুলবেন না।

আরো পড়ুনঃ তিরুপতি বালাজি মন্দিরের অলৌকিক ইতিহাস ও অজানা কাহিনী!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!