আচার ও সংস্কার
সরস্বতী পূজার দিন ভুলেও করবেন না এই ৫ টি কাজ
সনাতন পন্ডিতের (Sanatan Pandit Hindu Shastra) সরস্বতী পূজা ২০২০ (Saraswati Puja 2020) স্পেশাল আজকের ভিডিওতে আমরা জানবো, সরস্বতী পূজার দিন ভুলেও যে কাজগুলো করা উচিত নয়! যে কাজগুলো করলে জীবনে নেমে আসবে অশান্তি!
৩০ জানুয়ারি ২০২০ সরস্বতী পূজার দিন ভুলেও করবেন না এই ৫ টি কাজ । দেবী রুষ্ট হবেই হবে |
আগামী ৩০ জানুয়ারি ২০২০ সরস্বতী পূজা। দেবী সরস্বতী হলেন বিদ্যার দেবী। বাঙালি ছাত্র-ছাত্রীদের মধ্যে সরস্বতী পূজো নিয়ে রয়েছে আলাদা আকর্ষণ। হিন্দুশাস্ত্র ঘাটলে আমরা দেখতে পাই, সরস্বতী পূজার দিনে বিশেষ কিছু কাজে বিধিনিষেধ রয়েছে। সেরকমই ৫টি বিষয় জানবো আমাদের আজকের ভিডিওতে।