চৈত্র মাস শেষ হতে আর মাত্র কদিন বাকি, আজই করুন এই কাজ!
চৈত্র মাস শেষ হতে আর মাত্র কদিন বাকি, আজই করুন এই কাজ! দেখবেন বাড়িতে আসবে শান্তি ও সমৃদ্ধি!
পঞ্জিকামতে এখন চলছে চৈত্র মাস । হিন্দুশাস্ত্র অনুসারে চৈত্র মাসের গুরুত্ব অপরিসীম। এই মাসের মধ্য দিয়েই বিদায় নেয় পুরনো বছর। বিগত বছরের সকল বাধা-বিঘ্ন, জড়তা কাটিয়ে প্রকৃতি ও জীবন নতুনভাবে জেগে ওঠে। হিন্দুশাস্ত্র মতে চৈত্র মাসে এমন কিছু রীতিনীতি পালন করা হয়, যার মাধ্যমে আমরা আমাদের জীবন থেকে নানাবিধ সমস্যা কাটিয়ে উঠতে পারি। বিশেষ করে চৈত্র মাসের মঙ্গলবারে যদি এই নিয়মগুলো পালন করা হয়, তবে বেশী উপকার পাওয়া যায়।
আরো পড়ুনঃ রাশি অনুযায়ী আপনি বন্ধু হিসেবে কেমন জানেন কী?
চলুন তবে জেনে নেওয়া যাক চৈত্র মাসে কোন কাজগুলো করলে নেগেটিভ এনার্জিকে দূরে সরিয়ে জীবনে নতুন উদ্যম আনা যায়।
১. চৈত্র মাসের মঙ্গলবারে হনুমানজির পূজা করলে বিশেষ উপকার পাওয়া যায়। এদিন উপবাস থেকে হনুমানজির চরণে লাল ফুল অর্পণ করে পূজার্চ্চনা করতে হবে। এতে করে হনুমানজির কৃপাদৃষ্টি লাভ করা যায়।
২. চৈত্র মাসের প্রতি মঙ্গলবারে নিরামিষ আহার করলে তা শুভ ফলদায়ক হিসেবে কাজ করে।
আরো পড়ুনঃ চড়ক পূজা কেন পালন করা হয়? জেনে নিন চড়ক পূজার ইতিহাস!
৩. চৈত্র মাসে লাল বস্ত্র দান সহকারে মা কালী বা মা দুর্গার আরাধনা করলে জীবনে অশেষ উন্নতি হয়।
৪. চৈত্র মাসের মঙ্গলবারে লাল বস্ত্র পরিধান করলে শুভ ফল পাওয়া যায়। বিশেষ করে চৈত্র মাসের মঙ্গলবারে ঠাকুর দেয়া বা পূজার সময় অবশ্যই লাল বস্ত্র পরিধান করতে হবে।
আরো পড়ুনঃ বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের সময় ভুল করেও এই সব জিনিস ব্যবহার করবেন না
৫. চৈত্র মাসের যেকোন দিন একটি পানের ওপর সামান্য ফিটকিরি দিয়ে তা লাল কাপড়ে মুড়ে বাড়ির সদর দরজার সামনে ঝুলিয়ে দিলে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারেনা।
৬. বাড়ির নেগেটিভ এনার্জি দূর করে পজিটিভ এনার্জির সঞ্চার করতে চৈত্র মাসের যেকোন দিন পাপসের নিচে এক টুকরো ফিটকিরি বা কর্পুর রাখুন। এতে বিশেষ শুভ ফল পাওয়া যায়।
আরো পড়ুনঃ মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে বাড়িতে লাগান এই সব গাছ, আর বৃদ্ধি করুন আপনার ধনসম্পত্তি