১৩ ফেব্রুয়ারি কুম্ভ সংক্রান্তিতে যে কাজগুলো করতে একদম ভুলবেন না
কুম্ভ সংক্রান্তি ২০২০ কবে পালিত হবে, জানেন আপনি? কুম্ভ সংক্রান্তি কাকে বলে আপনার জানা আছে? সূর্য যেদিন মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করে, সেদিনটিকে কুম্ভ সংক্রান্তি বলে। কুম্ভ সংক্রান্তির মাধ্যমে হিন্দু সৌর পঞ্জিকার এগারোতম মাসের সূচনা হয়। কুম্ভ সংক্রান্তিতে বিশ্বের অন্যতম সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান কুম্ভমেলা পালিত হয়। লক্ষ লক্ষ মানুষের আগমনে মুখরিত হয়ে ওঠে কুম্ভমেলা প্রাঙ্গণ।
সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বী কুম্ভ সংক্রান্তি পালন করলেও পূর্ব ভারতে এটি বেশী গুরুত্ব সহকারে পালিত হয়। কুম্ভ সংক্রান্তির মাধ্যমে বাংলা ফাল্গুন মাসের সূচনা হয়।
আরো পড়ুনঃ 2020 হিন্দু ক্যালেন্ডার: তারিখ ও উৎসব
কুম্ভ সংক্রান্তি ২০২০ পালিত হবে আগামী ১৩ ফেব্রুয়ারি, ২০২০, বৃহস্পতিবার।
এবার চলুন জেনে নিই কুম্ভ সংক্রান্তিতে কোন কাজগুলো অবশ্যই করা উচিত।
কুম্ভ সংক্রান্তিতে যা অবশ্যই মেনে চলা উচিত
- অন্য সব সংক্রান্তির মতো কুম্ভ সংক্রান্তিতেও ব্রাহ্মণদের খাবার, কাপড় ও অন্যান্য দ্রব্যাদি দান করতে হয়।
- কুম্ভ সংক্রান্তির দিন সকালে পবিত্র গঙ্গা নদীতে গঙ্গা স্নান করলে মোক্ষ লাভ হয়। তবে গঙ্গা ছাড়াও এদিন যমুনা, গোদাবরী, সরস্বতী ও শিপ্রা নদীতে স্নান করলেও মোক্ষ লাভ হয়।
- এদিন বিশুদ্ধ মনে মা গঙ্গার স্তব ও প্রার্থনা করতে হয়। এতে করে মা গঙ্গার কৃপায় জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে।
আরো পড়ুনঃ কুম্ভ সংক্রান্তি ২০২০ এর পূর্ণাঙ্গ সময়সূচী