বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠানের সময় ভুল করেও এই সব জিনিস ব্যবহার করবেন না
হিন্দুশাস্ত্র জুড়েই ছড়িয়ে রয়েছে অসংখ্য নিয়ম-কানুন ও রীতিনীতি। আর একজন সনাতন ধর্মাবলম্বী মাত্রই সেই রীতিনীতি মেনে চলা উচিত। সেরইকমই যেকোন মাঙ্গলিক কাজের পূর্বে এর নিয়মকানুনগুলো আমাদের মেনে চলা উচিত। মাঙ্গলিক কাজের মাধ্যমে সামাজিক জীবনে পরষ্পরের মধ্যকার সম্পর্ক সুদৃঢ় ও মধুর হয়ে থাকে। মাঙ্গলিক কাজের ক্ষেত্রে যে সব জিনিস সামনে রাখতে নেই বা ব্যবহার করতে নেই, সেগুলোই জানবো আমাদের আজকের আয়োজন থেকে।
১। মাঙ্গলিক কাজের সময় পুরাতন জামাকাপড় একদম ব্যবহার করা উচিত নয়।
২। মাঙ্গলিক কাজ চলাকালীন সূঁচ-সুতো ব্যবহার করা উচিত নয়। কেননা সূঁচ বাড়িতে নেগেটিভ শক্তির সঞ্চার করে বলে মান্য করা হয়। তাই মাঙ্গলিক কাজে এই জিনিস রাখতে নেই।
আরো পড়ুনঃ মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে বাড়িতে লাগান এই সব গাছ, আর বৃদ্ধি করুন আপনার ধনসম্পত্তি
৩। মাঙ্গলিক কাজের ক্ষেত্রে কখনোই কালো জিনিস ব্যবহার করা উচিত নয়। কালো রঙের পোশাক অশুভ বলে মনে করা হয়। বিশেষ করে নবদম্পতিদের এই রঙ ব্যবহার করা একদম উচিত নয়।
৪। ছুড়ি ও কাঁচি জাতীয় কোন ধারালো জিনিস মাঙ্গলিক কাজে ব্যবহার করতে নেই।
আর্টিকেলটি শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন।