একটি সুপারিতেই বদলে যেতে পারে আপনার অর্থভাগ্য
সুপারি আমাদের অতি পরিচিত ও দৈনন্দিন ব্যবহার্য বস্তু। বয়স্কদের কাছে সুপারি অতি আদরণীয়। এছাড়া সনাতন ধর্মানুসারীদের প্রায় প্রত্যেকটি পূজা ও আচার-অনুষ্ঠানে সুপারির ব্যবহার অপরিহার্য। তবে আপনি জানেন কি সামান্য সুপারিতেই বদলে যেতে পারে আপনার ভাগ্য।
জ্যোতিষশাস্ত্র মতে, সুপারির মধ্যে এমন কিছু গুণ রয়েছে, যার বদৌলতে মানুষের দুর্ভাগ্য খুব সহজেই সৌভাগ্য পরিণত হয়। সুপারি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস। লক্ষ্মী পুজোতে সুপারি ব্যবহার করলে মা লক্ষ্মী খুব সন্তুষ্ঠ হন। একটি সুপারি ব্যবহারে মা লক্ষ্মীর কৃপায় আপনার অর্থ ভাগ্য বদলাতে পারে।
চলুন জেনে নিই কীভাবে সুপারির মাধ্যমে ভাগ্য বদল করা যায় –
১। সামান্য আতপ চাল, কিছুটা কাঁচা হলুদ, একটি সুপারি এক টুকরো সবুজ রঙের কাপড়ে মুড়ে ব্যবসা প্রতিষ্ঠানে রাখলে, ব্যবসায় চোখে পড়ার মতো উন্নতি সাধিত হয়।
আরো পড়ুনঃ অহেতুক অপচয় এড়িয়ে বেশী টাকা আয় করতে বাড়িতে রাখুন এই গাছ
২। মা লক্ষ্মীর সামনে একটি সুপারি রেখে পূজা করে, সেই সুপারিটি টাকা রাখার জায়গায় রাখলেও অর্থপ্রাপ্তি হয়।
৩। গণেশ পুজোয় সুপারি ব্যবহার খুব শুভ ফলদায়ক।
৪। সংসারের সুখ-শান্তি ও মানসিক স্থিরতা বজায় রাখতে ঠাকুরের আসনে অবশ্যই সুপারি রাখুন।
এই বাস্তু টিপসটি আপনার ভালো লাগলে শেয়ার করে অন্যকেও জানার সুযোগ করে দিন।
আরো পড়ুনঃ ভারতের এই রহস্যময় মন্দির বছরের ৮ মাস জলের তলায় থাকে