আচার ও সংস্কার

১৫ জানুয়ারি মকর সংক্রান্তিতে যে কাজগুলো করা যাবেনা!

পৌষমাস হল মলমাস বা অশুভ মাস৷ এই সময় কোনও শুভ কাজ করা উচিত নয়৷ পৌষের শেষে ও মাঘের শুরুতে যে সংক্রান্তি আসে, সেটাই মকর সংক্রান্তি। শাস্ত্র মতে, মকর সংক্রান্তি থেকে শুভ ক্ষণ শুরু হয়৷ এবং এই সময় মকরের ঘরে সূর্য প্রবেশ করে৷ তাই এই তিথিকে মকর সংক্রান্তি বলে। এ সময় নতুন ধান ওঠে৷ মকর সংক্রান্তিতেই পালিত হয় দেশের অন্যতম জনপ্রিয় উৎসব, বাংলায় যা নবান্ন। ভারতের অন্যান্য রাজ্যে ভিন্ন নামে উৎসবে মাতেন সকলে। অন্যান্য উৎসবের মতো মকর সংক্রান্তির কিছু নিয়মনীতি রয়েছে। যা মেনে চলা আবশ্যক৷ আগামীকাল ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি। চলুন দেখে নিই মকর সংক্রান্তিতে কোন কাজগুলো করা যাবেনা।

Related Articles

Leave a comment

Back to top button
error: Content is protected !!