জ্যোতিষকথা
২০২০ সালে কোন রাশির শনির সাড়ে সাতি শেষ হতে চলেছে এবং কোন রাশির শুরু হতে চলেছে, জেনে নিন
শনির সাড়ে সাতি কথাটি শুনলে অনেকেই ভয় পান। কারণ আমরা জানি, শনি বাধাকারক গ্রহ। কাজে বিলম্ব, সম্পর্কে অবনতি, ব্যবসায়ে ক্ষতি, অপবাদ, দুর্ঘটনা এমন আরও অনেক কিছু শনির সাড়ে সাতির সময় দেখা যায়। ২০২০ সালে শনির সাড়ে সাতি কোন কোন রাশির উপর প্রভাব ফেলবে, চলুন জেনে নিই।