2020 Hindu Festivals Date
১৪২৬ ফাল্গুন মাসে বিয়ের শুভ দিন, তারিখ ও লগ্ন
ফাল্গুন মাসে বিয়ের তারিখ 1426
ফাল্গুন মাসের মধ্য দিয়েই ঋতুরাজ বসন্তের আগমন ঘটে। বাঙালি হিন্দু সমাজে ফাল্গুন মাসে বিয়ের ব্যাপক প্রচলন রয়েছে। সারা বছর যতো না বিয়ে হয়, তাঁর চেয়ে বেশী বিয়ে হয় ফাল্গুন মাসেই। তাই অনেকে ফাল্গুন মাসকে বাঙালি হিন্দুদের বিয়ের মাস বলে থাকেন।
বিবাহ হল একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। সনাতন পন্ডিতের আজকের আয়োজন থেকে চলুন জেনে নিই, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে ১৪২৬ ফাল্গুন মাসে বিয়ের শুভ দিন, তারিখ ও লগ্ন।
বাংলা তারিখ | ইংরেজী তারিখ | বিবাহ লগ্ন |
১২ ফাল্গুন, ১৪২৬, মঙ্গলবার | ২৫/০২/২০২০ | রাত্রি ঘ ১১/১৫ মিনিট থেকে ৩/৩৭ মিনিট মধ্যে বৃশ্চিক, ধনু লগ্নে সুতহিবুকযোগে বিবাহ |
১৩ ফাল্গুন, বুধবার | ২৬/০২/২০২০ | রাত্রি ঘ ৮/৫৭ মিনিট মধ্যে সিংহ, কন্যা লগ্নে সুতহিবুকযোগে বিবাহ |
১৫ ফাল্গুন,শুক্রবার | ২৮/০২/২০২০ | রাত্রি ঘ ৮/৪২ মিনিট মধ্যে সিংহ কন্যা লগ্নে পুনরায় ১১/৩ মিনিট থেকে ১/৩৩ মিনিট মধ্যে বৃশ্চিক, ধনু লগ্নে সুতহিবুকযোগে যজুর্বিবাহ |
১৮ ফাল্গুন,সোমবার | ০২/০৩/২০২০ | রাত্রি ঘ ১/২২ মিনিট থেকে ৫/০ মিনিট মধ্যে ধনু, মকর লগ্নে সুতহিবুকযোগে বিবাহ |
২৫ ফাল্গুন,সোমবার | ০৯/০৩/২০২০ | রাত্রি ঘ ১/৯ মিনিট থেকে ৪/৩৩ মিনিট মধ্যে ধনু, মকর লগ্নে সুতহিবুকযোগে বিবাহ |
২৬ ফাল্গুন, মঙ্গলবার | ১০/০৩/২০২০ | রাত্রি ঘ ৭/১০ মিনিট মধ্যে সিংহ, কন্যা লগ্নে পুনরায় ঘ ১২/৩৬ মিনিট থেকে ঘ ২/৪২ মিনিট মধ্যে ধনু লগ্নে সুতহিবুকযোগে বিবাহ |
২৭ ফাল্গুন, বুধবার | ১১/০৩/২০২০ | রাত্রি ঘ ৭/০ মিনিট মধ্যে সিংহ, কন্যা লগ্নে সুতহিবুকযোগে বিবাহ |