বাংলাদেশে অবস্থিত ৬টি শক্তিপীঠের অজানা কাহিনী
বাংলাদেশের শক্তিপীঠ
হিন্দু জনসংখ্যা বিবেচনায় বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ বাংলাদেশ। ভারত ও নেপালের পর বাংলাদেশেই সর্বাধিক সংখ্যক সনাতন ধর্মাবলম্বীর বসবাস। হিন্দু জনসংখ্যা দিনকে দিন কমলেও বাংলাদেশের আনাচে কানাচে এখনো অনেক হিন্দু ঐতিহ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সতীর ৫১ পীঠের কথা আমরা সকলেই জানি। ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অংশ অর্থাৎ ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কা জুড়ে ছড়িয়ে রয়েছে সতীর পীঠস্থানগুলো। বাংলাদেশে ছয়টি শক্তি পীঠের অবস্থান।
সনাতন পন্ডিতের আজকের ভিডিওতে আমরা জানবো, বাংলাদেশে অবস্থিত ৬টি শক্তি পীঠের নানা অজানা তথ্য। এই শক্তিপীঠগুলো বাংলাদেশের উল্লেখযোগ্য হিন্দু মন্দির। বাংলাদেশের ৬টি শক্তিপীঠের নাম হচ্ছে, সুগন্ধা শক্তিপীঠ, জয়ন্তীয়া শক্তিপীঠ, শ্রীশৈল শক্তিপীঠ বা শ্রীশ্রী মহালক্ষী গ্রীবাপীঠ, চন্দ্রনাথ শক্তিপীঠ, ভবানী শক্তিপীঠ এবং যশোরেশ্বরী শক্তিপীঠ।
বাংলাদেশের শক্তিপীঠ সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখুন।