নারী দেহের যে ৫টি অঙ্গ বড় হলে সৌভাগ্যবতী হিসেবে ভাবা হয়, সংসারে নিয়ে আসে সমৃদ্ধি!
সনাতন ধর্মের দিকে তাকালে দেখা যায় এই ধর্মে দেবতাদের চেয়ে দেবীদের আধিপত্য বেশী। তাই ভারতীয় উপমহাদেশের সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নারীদের রয়েছে আলাদা গুরুত্ব। নারী মাত্রই সৌন্দর্য্যের প্রতীক। নারী শক্তির কাছে যুগে যুগে পরাজিত হয়েছে নানা অশুভ শক্তি। কিন্তু এটাও সত্যি যে, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও আমাদের সমাজের নারীরা ভীষণভাবে লাঞ্চিত ও অবহেলিত।
আরো পড়ুনঃ জেনে নিন কার ভুলে পৃথিবীতে শুরু হয়েছিল ঘোর কলি যুগ?
সনাতন পন্ডিতের আজকের ভিডিওতে আমরা জানবো, কোন ধরণের নারীরা তাদের পরিবার ও স্বামীর জন্য সৌভাগ্য বয়ে আনেন। শাস্ত্রমতে নারীদেহের সুনির্দিষ্ট কিছু অঙ্গ বড় হলে তা পরিবারে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। চলুন জানি কোন সেই অঙ্গগুলি।
আরো পড়ুনঃ ভগবত গীতার ৫টি সহজ উপদেশ! যেগুলো মেনে চললে জীবনে উন্নতি অনিবার্য!
আরো পড়ুনঃ তিরুপতি বালাজি মন্দিরের অলৌকিক ইতিহাস ও অজানা কাহিনী!