আচার ও সংস্কারবাস্তু টিপস
জেনে নিন ঘুম থেকে উঠে প্রথমে কোন পা মাটিতে ফেললে আপনার জীবন সুখ-শান্তিতে ভরে উঠবে
জেনে নিন ঘুম থেকে উঠে প্রথমে কোন পা মাটিতে ফেললে আপনার জীবন সুখ-শান্তিতে ভরে উঠবে!
আমাদের প্রতিটি সকাল শুরু হয় নতুন আশা বা স্বপ্ন নিয়ে। কথায় বলে, শুরু ভালো হলে শেষটাও ভালো হয়। তাই আমাদের অবশ্যই মনে রাখা উচিত, দিনের শুরু অর্থাৎ সকালটা যেন খুব ভালোভাবে শুরু হয়। শাস্ত্র অনুসারে এমন কিছু কাজ আছে, যা করলে ভাগ্যের চাকা তো ঘুরেই যায়, সেই সাথে পরিবার ও সামাজিক জীবন আনন্দ, সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে। চলুন তবে জেনে সকালের শুরুতেই কোন কাজগুলো অবশ্যই করা উচিত।
- হিন্দুশাস্ত্রে হাত ও পায়ের বিশেষ ভূমিকা আছে। সকালবেলা ঘুম থেকে উঠেই হাতের তালুর দিকে তাকানো খুব শুভ। কেননা হাতের তালুর উপরে মা লক্ষ্মী, তালুর মধ্যে মা সরস্বতী ও তালুর নিচে শ্রীকৃষ্ণ অবস্থান করেন। কাজেই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি দু হাতের তালুর দিকে তাকানো যায়, তবে এই দেব-দেবীর কৃপাদৃষ্টি লাভ করা যায়। ফলে সকল কাজে সাফল্য এসে ধরা দেয়।
- সকালে ঘুম থেকে উঠে পূর্ব দিকে মুখ করে সূর্যদেবকে প্রণাম করুন। সনাতন হিন্দুশাস্ত্র অনুসারে সূর্য একমাত্র প্রত্যক্ষ দেবতা, যাকে আমরা নিজ চোখে দেখতে পাই। সকালবেলা সূর্যদেবকে প্রণাম করলে, সূর্যদেবের কৃপায় শারীরিক, মানসিক ও আর্থিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এবং মানসম্মান বৃদ্ধি পায়।
আরো পড়ুনঃ জেনে নিন কীভাবে বাড়িতে শুভ শক্তি ফিরিয়ে এনে পারিবারিক শান্তি বজায় রাখবেন?
চলুন জেনে নিই সকালে ঘুম থেকে উঠে প্রথমে কোন পা মাটিতে ফেলতে হয়।
- প্রতি সোম, বুধ ও শুক্রবার মাটিতে বাম পা প্রথমে ফেলতে হবে।
- প্রতি মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবিবার, বিছানা থেকে নামার সময় প্রথমে ডান পা মাটিতে ফেলতে হবে।
- এর ফলে আপনার দিনটি খুব ভালো কাটবে ও জীবনে প্রচুর উন্নতি হবে। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।
Vastu Shastra, Vastu Tips, Vastu, বাস্তু শাস্ত্র, বাস্তু টিপস, বাস্তু, বাস্তুশাস্ত্র।