পৌরানিক কাহিনী
কুম্ভকর্ণ ছয় মাস ধরে ঘুমাতেন কেন?
কুম্ভকর্ণ নামটির সাথে আমরা সবাই কম-বেশী পরিচিত। রাবণের ছোট ভাই অর্থাৎ রামায়ণের এই কালজয়ী চরিত্রটি বছরে ৬ মাস ঘুমোতেন আর বাকি ৬ মাস জেগে থাকতেন। এছাড়া খাদক হিসেবে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। তিনি হাতের কাছে যা-ই পেতেন, তাই খেয়ে নিতেন।
আরো পড়ুনঃ অপ্সরা তিলোত্তমার রূপে-গুণে পাগল হয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন যে দুই দেবতা!
কিন্তু আপনারা জানেন কী কুম্ভকর্ণ কেন ৬ মাস ঘুমিয়ে থাকতেন? কেনই বা এতো রাক্ষুসে খিদে ছিল তাঁর। রামায়ণের সেই রহস্যই আজ আমরা সংক্ষিপ্তভাবে আমাদের ভিডিওতে তুলে ধরবো।
আরো পড়ুনঃ পরশুরাম কেন আপন মাকে হত্যা করেছিলেন?