জ্যোতিষকথা

কোন রাশির মেয়েরা কী কারণে রাগ করে? রাগের কারণ জানলে আপনি অবাক হবেন!

রাগ মানুষের সহজাত প্রবৃত্তিগুলোর মধ্যে একটি। তবে কারো কারো রাগের মাত্রা আবার বিপদ সীমা ছাড়িয়ে যায়। কে কতোটুকু রাগী তাঁর জন্য অনেকটাই দায়ী আমাদের রাশি। আজকের আয়োজনে চলুন জেনে নি, কোন রাশির মেয়েরা কতোটা রাগী হয়?

এই লেখাটি আরো আকর্ষণীয় ভাবে দেখতে নিচের ভিডিওতে ক্লিক করুন

মেষঃ মেষ রাশির জাতিকারা ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ একদম বরদাশত্‌ করেন না। এরা স্বাধীনভাবে থাকতে পছন্দ করেন এবং এতে বাধা এলে তাঁরা প্রচন্ড রেগে যান।

বৃষঃ এই রাশির মেয়েরা সাধারণত অমিতব্যয়ী হন। কেউ যদি এদের খরচের হাতে রাশ টানার চেষ্টা করেন, তাঁরা ভীষণ রেগে যান।

মিথুনঃ এই রাশির জাতিকারা কথা বলতে ভীষণ পছন্দ করেন। কেউ শুনুক বা না শুনুক, তাঁরা কথা বলেই যাবেন। তবে কেউ যদি তাদের কথা বলায় বাধা দেন, তাহলে আর রক্ষে নেই, ভীষণ রেগে যান তাঁরা।

আরো পড়ুনঃ আর্থিক সমস্যা কাটছেই না? এই তিনটি জিনিসেই মিলতে পারে মুক্তি

কর্কটঃ এই রাশির জাতিকারা প্রেমিকের বা তাঁদের পছন্দের মানুষের দৃষ্টি আকর্ষণ করতে খুব ভালোবাসেন। এই বিষয়ে কোন বাধা এলে তাঁরা খুবই বিরক্তি বোধ করেন।

সিংহঃ এই রাশির মেয়েরা সবসময় গুরুত্ব পেতে পছন্দ করেন। যদি কেউ এদের এভয়েড করে, তাঁরা ভীষণ মনঃক্ষুণ্ণ হন এবং রেগে যান।

কন্যাঃ এই রাশির নারীরা অল্পতে খুশি হয়ে যান। এরা সমালোচনা একদম পছন্দ করেন না। সবসময় প্রশংসা পেতে ভালোবাসেন। সমালোচনায় এরা সাধারণত রেগে যান।

তুলাঃ ঝগড়া বা অশান্তি এই রাশির জাতিকাদের একদম অপছন্দ। তুচ্ছ বিষয়ে অনেক কষ্ট পান এরা। তবে নিজের কষ্ট এরা অন্যকে বুঝতে দেন না সহজে।

আরো পড়ুনঃ প্রেমের বিয়েতে বাধা? এই মন্ত্র পাঠ করে দেখুন, সব বাধা কেটে যাবে!

বৃশ্চিকঃ এই রাশির নারীরা খুব সহজে অন্যকে বিশ্বাস করে ফেলেন। বিশ্বাসে আঘাত পেলে এরা একদম ভেঙ্গে পড়েন এবং রেগে যান।

ধনুঃ ধনু রাশির জাতিকারা মুক্ত পাখির মতো থাকতে পছন্দ করেন। কেউ তাঁদের কোন বাঁধনে বেঁধে রাখতে চাইলে এরা প্রচন্ড রেগে যান।

মকরঃ এই রাশির মেয়েরা রোমাঞ্চপ্রিয় হন। এদের কাজের ধরণ নিয়ে কেউ কিছু বললে তাঁরা রেগে যান।

কুম্ভঃ কুম্ভ রাশির জাতিকারা স্বপ্নবিলাসী। এরা স্বপ্নের জগতে বিচরণ করতেই বেশী পছন্দ করেন। স্বপ্নে ব্যাঘাত ঘটলেই এরা ভীষণ রেগে যান।

মীনঃ এই রাশির জাতিকারা একটু আলসে হন। অতিরিক্ত পরিশ্রম এদের পছন্দ নয়। আলস্যতা নিয়ে কেউ কিছু বললে এরা ভীষণ রেগে যান।

আরো পড়ুনঃ মাইনে পাওয়ার পর প্রথমেই করুন এই কাজ, সৌভাগ্য দ্বিগুণ বেড়ে যাবে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!